Logo
Logo
×

খেলা

মাহমুদউল্লাহর বিদায়ে নীরবতা ভাঙলেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম

মাহমুদউল্লাহর বিদায়ে নীরবতা ভাঙলেন সাকিব

ছবি: সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টির জার্সি আগেই তুলে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে জার্সিটাও তুলে রাখার ঘোষণা দিলেন বাংলাদেশের তারকা এই ব্যাটসম্যান। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হলো।

অবসর ঘোষণার পর থেকেই সতীর্থ ও ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন মাহমুদউল্লাহ। অবসর পরবর্তী জীবনের জন্য মাহমুদউল্লাহকে শুভকামনা জানিয়েছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থরা। এবার সে তালিকায় যোগ দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ দিন ধরেই ক্রিকেট বিষয়ে চুপ ছিলেন সাকিব। অবশেষে মাহমুদউল্লাহর বিদায়ে নীরবতা ভাঙলেন তিনি।

ফেসবুকে মাহমুদউল্লাহকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

উল্লেখ্য, অবসরের আগে দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন মাহমুদউল্লাহ। ২০০৭ সালে অভিষেকের পর দেশের হয়ে ২৩৯টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে ৩৬ গড়ে তার রান ৫ হাজার ৬৮৯। এর মধ্যে ৩২ ফিফটি ও চার সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

এ ছাড়া ৫০ টেস্ট খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। যেখানে তার নামের পাশে ১৬ ফিফটির আর ৫ সেঞ্চুরি।  বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট। আর ১৪১টি টি-টোয়েন্টিতে ২৪ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম