মাহমুদউল্লাহর অ্যাডিলেডের কীর্তি মনে পড়ছে মাশরাফির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম

ছবি: সংগৃহীত
বিশ্বকাপে তখনও সেঞ্চুরির দেখা পায়নি কোনো বাংলাদেশি। সেই বৃত্ত ২০১৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে ভেঙে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশদের হারিয়ে ইতিহাসও গড়ে বসে বাংলাদেশ। লাল-সবুজের বহু স্মৃতিতে এরপর জুড়ে গেছেন মাহমুদউল্লাহ। তবে সেই দিনটিকেই মনে পড়ছে মাশরাফি বিন মর্তুজার।
বুধবার এক পোস্টে মাহমুদউল্লাহ জানিয়েছেন, এবার আমি থামছি। সেই বিদায়ে সুর বাজার দিনে স্মৃতিচারণ করেছেন টাইগারদের অন্যতম সফল অধিনায়ক ও পেসার মাশরাফি। ফেসবুকে দীর্ঘ পোস্টে স্মৃতি রোমন্থনের পাশাপাশি মাহমুদউল্লাহর সামনের দিনগুলোর শুভকামনা জানিয়েছেন মাশরাফি।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।’
মাশরাফি আরও লিখেছেন, ‘মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।’
ঘরোয়া ক্রিকেটে মাহমুদউল্লাহর সামনের দিনগুলোর শুভকামনা জানিয়েছেন মাশরাফি।