Logo
Logo
×

খেলা

মাদক সরবরাহে জড়িয়ে বিপাকে সাবেক অজি স্পিনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৪ পিএম

মাদক সরবরাহে জড়িয়ে বিপাকে সাবেক অজি স্পিনার

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে কোকেন সরবরাহে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার আদালত ম্যাকগিলকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য দোষী সাব্যস্ত করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ম্যাকগিল তার ব্যক্তিগত কোকেন ডিলারের সঙ্গে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে তারা নিজেদের মধ্যে ২ লাখ মার্কিন ডলারের একটি মাদক চুক্তি সম্পন্ন করেন বলে অভিযোগ করা হয়।

যদিও ম্যাকগিল পরবর্তী লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবে জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি জানিয়েছে যে, জুরি তাকে ‘নিষিদ্ধ মাদক সরবরাহে অংশগ্রহণ’-এর অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে তিনি বাণিজ্যিকভাবে মাদক সরবরাহে যুক্ত ছিলেন কিনা, সে বিষয়ে গুরুতর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। 

৫৪ বছর বয়সী ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন। স্পিনার হিসেবে তিনি কম কার্যকর ছিলেন না। সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন তখনও খেলছিলেন অজি দলে, সে কারণে খুব বেশি ম্যাচ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেননি তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম