Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে আইসিসির ধন্যবাদ পেল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:৪১ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে আইসিসির ধন্যবাদ পেল পাকিস্তান

ছবি: সংগৃহীত

রোববার পর্দা নেমেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে আসরের শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। আর এই আসরটি সফলভাবে শেষ করায় আয়োজক পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

১৯৯৬ সালের পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। ৮ দলের এই টুর্নামেন্টের ১৫টি ম্যাচ পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারতের বাধার মুখে দুবাইকে ভেন্যু হিসেবে বাড়াতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে। টুর্নামেন্টের ফাইনালও হয়েছে সেখানেই। তাছাড়া শিরোপা মঞ্চেও জায়গা হয়নি পাকিস্তানের কারো। যা নিয়ে প্রশ্ন উঠেছে- টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান কিনা।

সব মিলিয়ে যখন বিতর্ক চলছে; তখন সফল আয়োজন করায় পিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস টুর্নামেন্ট আয়োজনে পিসিবির প্রচেষ্টার প্রশংসা করেছেন। গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলির সংস্কার এবং ম্যাচগুলির জন্য পিচ প্রস্তুত করার বিষয়টি তুলে ধরেছেন।

অ্যালার্ডাইস বলেন, ‘আমরা আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সফলভাবে আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘১৯৯৬ সালের পর দেশে অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক বহুদলীয় ক্রিকেট ইভেন্ট হিসেবে এই ইভেন্টটি পিসিবির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। স্টেডিয়ামগুলি সংস্কার, খেলার মাঠ প্রস্তুতকরণ, ম্যাচ পরিচালনা এবং দল এবং দর্শনার্থীদের আতিথেয়তার সঙ্গে জড়িত সকলেরই তাদের প্রচেষ্টার জন্য গর্বিত হওয়া উচিত।’

অ্যালার্ডিস টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ দুবাইতে আয়োজনের জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আইসিসি দুবাইতে পাঁচটি ম্যাচ আয়োজন এবং আইসিসিকে তাদের প্রধান পুরুষ ও মহিলা ইভেন্ট আয়োজনে ব্যাপক সহায়তা প্রদান অব্যাহত রাখার জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চায়।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম