Logo
Logo
×

খেলা

ঢাকায় পা রেখেই কোচের সঙ্গে সাক্ষাৎ করলেন হামজা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:২৬ এএম

ঢাকায় পা রেখেই কোচের সঙ্গে সাক্ষাৎ করলেন হামজা

বাংলাদেশে পা রেখেই ছুটে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে। হামজা চৌধুরী সেখানে ২৬ ঘণ্টা কাটানোর পর আজ রাতে ঢাকায় এসেছেন তিনি। এসেই প্রথমে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সাক্ষাৎ পর্বটা সেরে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়। 

সিলেট থেকে রাত ৮টায় ফ্লাইটে ওঠেন তিনি। কিছুক্ষণ পরই তিনি পা রাখেন ঢাকায়। সেখান থেকে বাফুফের একটি বহর তাকে বরণ করে, সঙ্গে ছিল কড়া পুলিশি নিরাপত্তাও। 

সে গাড়িতে করে তিনি টিম হোটেলে এসে হাজির হন রাত ১১টা নাগাদ। এরপরই তিনি কোচ কাবরেরার সঙ্গে সাক্ষাৎ করেন। 

এর আগে হবিগঞ্জে গ্রামের বাড়িতে অলস সময় কেটেছে তার। আজ দুপুরে তিনি আরও এক দফা সমর্থকদের ভালোবাসার জবাব দেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তাকে দেখতে দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা।

তাদের ভালোবাসার জবাব দিয়ে হামজা বলেন, ‘আপনারা আমার লাগি ও আমার পরিবারের লাগি দোয়া করবা।’ এরপর তিনি তার গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণও করেন বলে জানা যায়।

এ পর্ব শেষ করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে হামজা বাড়ি ছাড়েন সিলেটের উদ্দেশে। সেখান থেকে ওসমানী বিমানবন্দরে বিমানে ওঠেন, ঢাকায় পৌঁছেন রাত ৯টার দিকে।

হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল বাফুফে হাভিয়ের কাবরেরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম