Logo
Logo
×

খেলা

ভিন্ন ভূমিকায় আইপিএলে উইলিয়ামসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:১৬ এএম

ভিন্ন ভূমিকায় আইপিএলে উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

ফুরিয়ে যাননি, এখনও দোর্দণ্ডপ্রতাপে খেলে যাচ্ছেন ক্রিকেট। তবুও কেউ কেন উইলিয়াসনকে নিয়ে আগ্রহ দেখায়নি। আইপিএলে দলও পাননি সানরাইজার্স হায়দ্রবাদের অধিনায়ক। তবে মারকাটারি আসরে থাকছেন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবার নতুন ভূমিকায় অভিষেকের অপেক্ষায়।

আইপিএলের দুবারের চ্যাম্পিয়ন উইলিয়ামসনকে ডেকেছে ভারতের ক্রিকেট বোর্ড। আজ শুরু হওয়া আসরে যুক্তও করেছে। তবে খেলোয়াড় হিসেবে নয়। সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেবেন কিউই কিংবদন্তি।

টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস ইতোমধ্যে তাদের তারকাখচিত ধারাভাষ্য প্যানেলের ঘোষণা করেছে। দেশ বিদেশের তারকা প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে গড়া প্যানেলে আছন উইলয়ামসনও।

লম্বা তালিকায় আছেন বীরেন্দ্র শেহবাগ, শিখর ধাওয়ান, হরভজন সিং, অনিল কুম্বলে, সুরেশ রায়না, এবিডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মুহাম্মদ কাইফ, পীযূষ চাওলা, সুনীল গাভাস্কার, নভজ্যোত সিং সিধু, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, আরপি সিং, শেন ওয়াটসন, সঞ্জয় বাঙ্গার, বরুণ অ্যারন, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা।

আজ সন্ধ্যায় জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে আইপিএলের। শুরুর দিনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু লড়বে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। খেলা শুরু হবে রাত ৮টায়।

উইলিয়ামসন আইপিএল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম