Logo
Logo
×

খেলা

নেইমারকে ঠিকমতো ঘুমানোসহ তিন পরামর্শ রোনালদোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:২৩ এএম

নেইমারকে ঠিকমতো ঘুমানোসহ তিন পরামর্শ রোনালদোর

ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপের পর একের পর এক চোটে কোণঠাসা হয়ে পড়েছেন নেইমার। সম্প্রতি ১৬ মাস পর জাতীয় দলে ফিরেও চোটের হানায় ফের ছিটকে যান এই ব্রাজিলীয় ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয়ের কারণ আছে যথেষ্ট।

তবে ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদোর বিশ্বাস, চোটকে হার মানিয়ে আগামী বিশ্বকাপে খেলবেন নেইমার। রোনালদো নিজেও চোট নিয়ে অনেক ভুগেছেন। চোটকে জয় করেই ২০০২ সালে ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি।

নেইমারকে নিয়েও তেমন কিছু আশা করছেন রোনালদো, ‘আমার বিশ্বাস, নেইমার পরের বিশ্বকাপে খেলবে। সে এক অসাধারণ প্রতিভা। তবে বিশ্বকাপে খেলার জন্য তাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, চেষ্টা করতে হবে সবটুকু দিয়ে। এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ্য।’

তবে বাস্তবতাও মানছেন কিংবদন্তি রোনালদো। তার মতে তিনটি কাজ ঠিকঠাক মতো করতে পারলে নেইমার সফল হতে পারবেন, ‘বিশ্বকাপের বাকি এক বছর। যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে। এজন্য তাকে ঠিকঠাক খেতে, অনুশীলন করতে ও ঘুমাতে হবে।’

নেইমার রোনালদো ব্রাজিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম