ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাকিব আল হাসানের বেশ কয়েকটি নাম—আদর করে কেউ ‘ময়না’ বলে ডাকে, কেউ ডাকে ‘মিস্টার অলরাউন্ডার’। কেউ আবার বলেন ‘বাংলাদেশের প্রাণ’। বিশেষণও জুটেছে ভুরিভুরি। এই সাকিবের আবার কয়েকটি পরিচয়—ক্রিকেটার ছাপিয়ে তিনি একজন ব্যবসায়ী, শেয়ার হোল্ডার, সবশেষে রাজনীতিবিদ। এক জীবনে এতকিছু পাওয়া সাকিব এখন পুরোটাই শূন্য। সব থেকেও যেন তার কিছুই নেই।
শেষ তিনদিন তাকে নিয়ে যা যা ঘটেছে, তার সবটা মিলে সাকিব। তিনি আশা দেখান, দৃঢ় চিত্তে লড়েন এবং এক মুহূর্তে সব ভেঙে দেন। আইসিসির বোলিং নিষেধাজ্ঞা কেটে গিয়েছিল, সাকিবকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিল ভক্তরা। কিন্তু সমালোচনা যাকে আষ্টেপৃষ্টে রেখেছে, তিনি কিভাবে সেই পথ এড়াবেন। বলা হয়, ইঁদুর কল ভেঙে বের হওয়া ইঁদুরের পক্ষে অসম্ভব। তা যত শক্তিশালী ইঁদুরই হোক না কেন! সাকিব পারেননি। আটকে গেছেন জুয়ার সাইটের বিজ্ঞাপন করে। আজ শুনেছেন তার সম্পত্তি ক্রোক করা হচ্ছে। চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় তার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সাকিব, আমি এবং আমরা সেই সব জায়গায় আটকে আছি। সাকিব বোধহয় একটু বেশিই। ভাগ্য যে এতদ্রুত মানুষকে তলানিতে নিয়ে আসে, তা সাকিবকে না দেখলে কে বুঝত। মাত্র আট মাসের জন্য একটা পরিচয়ে এসেছিলেন, মাঝে ছিল হাজারো ব্যস্ততা। কিন্তু ওই এক পরিচয়ের কারণে তিনি এখন দেশছাড়া, তার শত অর্জনও ফিকে হয়ে গেছে।
বাংলাদেশকে সাকিব যা দিয়েছেন বা এখান থেকে নিয়েছেন—ওসব লিখতে কয়েক দিস্তা খাতা শেষ হয়ে যাবে। কলমের কালি ফুরাবে। ল্যাপটপ ডেড হয়ে যাবে। তবুও শেষ হবে না। কিন্তু সেই সাকিবের একটি কালিমায় সব এখন এক কথায় লেখা যায়, ‘সাকিব আপনার কিছুই নেই।’ সাকিব আপনি পারেননি। শেষ বলে যখন ১ রানের প্রয়োজন তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন। তাও ত্রিশ গজের মাঝে। ব্যর্থ হয়েছেন।
ভিন্ন পরিচয় আদৌ কি গায়ে জড়ানোর প্রয়োজন ছিল সাকিব?
ক্রিকেটার সাকিবকে এখন সবার আগে ডাকা হয় ফ্যাসিস্ট আওয়ামী লিগের একজন এমপি হিসেবে। তাকে ‘জুয়াড়ি’ বলেও ডাকেন কতজনে। অথচ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার বলা হয় তাকে

সাকিব অনেক কিছু এমন বলেছেন বা করেছেন, যা তার করা একেবারে ঠিক হয়নি। আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। কখনও আশা দেখিয়েছেন, কখনও করেছেন নিরাশ। সাকিব ছিলেন, আছেন এবং থাকবেনও। শুধু ভিন্ন পরিচয়ে। ক্রিকেটার সাকিবকে এখন সবার আগে ডাকা হয় ফ্যাসিস্ট আওয়ামী লিগের একজন এমপি হিসেবে। তাকে ‘জুয়াড়ি’ বলেও ডাকেন কতজনে। অথচ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার বলা হয় তাকে। ২২ গজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশও করেছেন। দুটি ফরম্যাটকে বিদায়ও বলে দিয়েছেন। এখন আনুষ্ঠানিকতা বাকি।
আজ কিংবদন্তি এই ক্রিকেটারের জন্মদিন। অনেক কিছু অর্জন করা, বহু স্মৃতি জমানো, অনেক খুশি-কান্নার কারণ যে ব্যক্তি, সেই সাকিবের আজ জন্মদিন। এমন দিনও আপনার দেখা লাগলো সাকিব—কখনও ভেবেছিলেন, এক ঝটকায় পরিচয়হীন হয়ে পড়বেন এভাবে!
