Logo
Logo
×

খেলা

নিজেদের ৮ কোটির ব্যাটারকে অভিনব কায়দায় মাঠছাড়া করল মুম্বাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

নিজেদের ৮ কোটির ব্যাটারকে অভিনব কায়দায় মাঠছাড়া করল মুম্বাই

তিলক বর্মা

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ইনিংসের শেষদিকে ক্রিজে থিতু হয়েছিলেন দলটির ব্যাটার তিলক বর্মা। কিন্তু হঠাৎ-ই তাকে তুলে নিয়ে কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই।

মূলত তিলককে ‘রিটায়ার্ড আউট’ করিয়েই স্যান্টনারকে ক্রিজে পাঠায় দলটি। মুম্বাইয়ের ব্যাটার তিলক এদিন কোনোমতেই খোলসমুক্ত হতে পারছিলেন। রিটায়ার্ড আউট হওয়ার আগে তার ব্যাটে আসে ২৩ বলে ২ চারে ২৫ রান।

শেষদিকে যখন লক্ষ্ণৌর বিপক্ষে যখন জয়ের জন্য ৭ বলে ২৪ রান দরকার, তখনই তিলককে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের শেষে মুম্বাই কোচ তিলককে ডেকে নেওয়ার কারণও জানান। মাহেলা জয়াবর্ধনে দাবি করেন যে, স্লগ ওভারে তিলক মারতে পারছিলেন না বলেই তাকে তুলে নিয়ে নতুন কাউকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। এটা কৌশলগত সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি।

বলে রাখা ভালো, খেলোয়াড়ি জীবনে জয়াবর্ধনে নিজেও রিটায়ার্ড আউট হয়েছিলেন। তবে আইপিএলে নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে। ২৪ বছর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে জয়াবর্ধনেকে তুলে নেয় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান হেড কোচ মাহেলা জয়াবর্ধনে ১৫০ রানে পৌঁছনোর পরে রিটায়ার্ড আউট হয়েছিলেন।

আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স তিলক বর্মা

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম