Logo
Logo
×

খেলা

নাহিদ-রিশাদ-লিটনের পর পিএসএলে আরেক বাংলাদেশি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম

নাহিদ-রিশাদ-লিটনের পর পিএসএলে আরেক বাংলাদেশি

ছবি: সংগৃহীত

আগের নয়টি আসরে কখনও ধারাভাষ্য দেননি বাংলাদেশের কেউ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারই প্রথমবার সেই সুযোগ পেয়েছেন আতাহার আলী খান। মাঠের ক্রিকেটে যখন লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএল মাতাবেন তখন ধারাভাষ্য কক্ষে কণ্ঠের খেল দেখাবেন আতাহার।

ছয় দলের পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। শিরোপা ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হবে ১৮ মে। করাচি, লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডিতে হবে মোট ৩৪টি ম্যাচ। ওই ম্যাচগুলোর ধারাবিবরণীতে আছেন একগাদা তারকা মুখ।

আসরটিতে প্রথমবারের মতো ধারাভাষ্য দেবেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, মার্ক নিকোলাস, অস্ট্রেলিয়ার লিসা স্টেলেকার ও পাকিস্তানের ওয়াসিম আকরাম। এ ছাড়া মার্টিন গাপটিল, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্কের মতো ধারাভাষ্যকার থাকবেন। মাইক্রোফোন হাতে দায়িত্ব সামলাবেন বাংলাদেশের আতাহারও।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারই প্রথমবার ইংরেজির পাশাপাশি উর্দুতেও হবে ম্যাচের ধারাবিবরণী। বিশেষ সেই প্যানেলে থাকছেন আলি ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট এবং তারিক সাঈদ। উপস্থাপনায় থাকবেন এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস।

পিএসএল রিশাদ নাহিদ আতাহার আলী খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম