দলের স্বার্থ বাদ দিয়ে ধোনিকে খেলানো হচ্ছে, অভিযোগ রশিদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের ক্রিকেট অনুরাগীদের কাছে মহেন্দ্র সিং ধোনি অত্যন্ত প্রিয়ভাজন এক ব্যক্তি। তার নেতৃত্বে ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। তার অধিনায়কত্বে আইপিএলের সফলতম দল হয়ে উঠেছে চেন্নাই, জিতেছে পাঁচটি শিরোপা। অথচ সেই ধোনিই এখন অনেকের চক্ষুশূল হয়ে উঠেছেন।
আইপিএলের চলতি মৌসুমে ব্যাট হাতে একেবারেই নিজেকে মেলে ধরতে পারছেন না ধোনি। তার ফর্মহীনতার প্রভাব পড়ছে চেন্নাইয়ের খেলায়ও। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে মোটে একটি জয়ের দেখা পেয়েছে দলটি। তাই ধোনিকে এখনো কেন খেলাচ্ছে চেন্নাই, সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তার (ধোনি) খেলা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দলের তেমন উপকার করেনি। তখনই তাদের বোঝা উচিত ছিল। এখন আপনি যদি দলের স্বার্থ বাদ দিয়ে খেলোয়াড়কে বেছে নেন, সেটা খেলাটির প্রতিও অন্যায়। এ কারণেই তো বিদ্রূপ হচ্ছে।’

লতিফের মতে, ধোনির আরো আগেই বিদায় বলা উচিত ছিল। তিনি বলেন, ‘তার অনেক আগেই ছাড়া উচিত ছিল। যখন উইকেটকিপারের বয়স ৩৫ বছর হয়। আমি এটার উদাহরণ। যখন আমি টেলিভিশনে থাকব, তখন একজন পারফর্মার। যদি সেটা সর্বোচ্চ পর্যায়ে না করতে পারি, তাহলে আমার সুনাম কমে যাবে। এমনকি ১৫ বছরও যদি অবদান রাখেন, তাহলে তরুণ প্রজন্মও তাতে মুগ্ধ হবে না।’
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচে ৭৬ রান করেছেন ধোনি। ফিনিশার হিসেবে পরিচিত হলেও এবার ম্যাচের চেয়ে বরং দলকে ‘ফিনিশ’ করাতেই বেশি ভূমিকা রাখছেন তিনি। বিশেষ করে তার ওয়ানডে মেজাজের ব্যাটিং, স্ট্রাইকরেটের তোয়াক্কা না করার মতো বিষয়গুলো বিরক্তি বাড়াচ্ছে খোদ ধোনি-ভক্তদের মাঝেও।
