Logo
Logo
×

খেলা

আবার কোচ হিসেবে সাফে যাচ্ছেন সেই ছোটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

আবার কোচ হিসেবে সাফে যাচ্ছেন সেই ছোটন

গোলাম রব্বানী ছোটন

বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ গোলাম রব্বানী ছোটন। বিশেষ করে নারী ফুটবল দলের নবজাগরণের গল্পে অন্যতম প্রধান ভূমিকা তার। ছোটনের অধীনেই প্রথম দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে বাংলাদেশ।

প্রায় বছর দুয়েক আগে জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব ছেড়েছেন ছোটন। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি এবং হেড অব ইয়ুথ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তবে সম্প্রতি এক সভায় বাফুফে সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৯ থেকে ১৮ মে ভারতে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুবাদের কোচ হিসেবে কাজ করবেন ছোটন

ছোটন যুব দলের দায়িত্ব নেওয়ায় এলিট একাডেমি সামলাবেন অন্য কোচ। তার নাম অবশ্য এখনও ঘোষণা করেনি বাফুফে।

এদিকে সাফকে সামনে রেখে আগামী ১৭ এপ্রিল যশোরে শামসুল হুদা একাডেমিতে অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে। সেখানে প্রায় ১০ দিন অনুশীলন করবেন ফুটবলাররা। তারপর বিকেএসপিতে টার্ফে নিজেদের ঝালাই করবেন তারা। ভারতের অরুণাচলে অনুষ্ঠেয় সাফের ম্যাচগুলো হবে টার্ফে।

গোলাম রব্বানী ছোটন বাংলাদেশ ফুটবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম