Logo
Logo
×

খেলা

‘ধোনি এখনও বিশ্বের সেরা উইকেটরক্ষক’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

‘ধোনি এখনও বিশ্বের সেরা উইকেটরক্ষক’

ছবি: সংগৃহীত

আইপিএলে সবশেষ ম্যাচে ধোনি ম্যাজিকে হারের বৃত্ত ভেঙেছে চেন্নাই সুপার কিংস। টানা ৫ হারের পর লক্ষ্ণৌকে হারিয়েছে চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে যখন হারতে বসেছিল দল তখন ব্যাট হাতে ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে ৩ বল আগে দলকে জিতিয়েছেন ধোনি।

এর আগে উইকেটের পেছনে দাঁড়িয়েও কীর্তি গড়েছেন ধোনি। ৪৩ বছরের এমন ধোনিকে তাই বিশ্বের সেরা উইকেটরক্ষক বলতে কোনো দ্বিধা করেননি সাবেক অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

লক্ষ্ণৌয়ের বিপক্ষে ম্যাচে উইকেটরক্ষক হিসেবে তিনটি ডিসমিসাল করেন ধোনি। আয়ুষ বাদোনিকে স্টাম্প করেন, ঋষভ পান্তের ক্যাচ নেন এবং আব্দুল সামাদকে রান আউট করেন। আর তাতেই এক রেকর্ড গড়া হয়ে যায় ধোনির। উইকেটকিপার হিসেবে প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ২০০ ডিসমিসালের কীর্তি গড়েন ধোনি।

এমন অসাধারণ পারফরম্যান্সের পর ধোনিকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে প্রশংসায় ভাসিয়েছেন ক্লার্ক। বলেন, ‘এমএস ধোনি যখন মাঠে থাকে তখন সবসময়ই জোরে আওয়াজ শোনা যায়। দেখ, তার কিপিং আমাকে অবাক করে না। আমি আগেও বলেছি, আমার মতে, সে এখনও বিশ্বের সেরা উইকেটরক্ষক। দীর্ঘ সময় ধরে সে ধারাবাহিকভাবে খেলেছে তা অসাধারণ। আজ রাতেও তার অধিনায়কত্ব ছিল নিখুঁত, যেভাবে সে মাঝখানে দুই স্পিনারকে ব্যবহার করেছিল, দ্রুত ওভার পার করেছিল, কিছুটা চাপ তৈরি করেছিল এক কথায় অসাধারণ।’

ক্লার্ক আরও বলেন, ‘আজ রাতে সবচেয়ে ভালো ঘটনাটি ঘটেছে এমএস ধোনির অধিনায়কত্ব। এটা অসাধারণ ছিল। সে পরিস্থিতি বুঝতে পেরেছিল, সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছিল, সে তার স্পিনারদের সঙ্গে তাল মিলিয়েছে। ঠিক যেমন এমএস ধোনি তার পুরো ক্যারিয়ারে করেছে। সে তাদের ওপর ভরসা করেছিল, তারাও খেলার গতি পরিবর্তন করে দিয়েছে ও উইকেট নিয়েছে। আমার মনে হয় মাঠে তার অভিজ্ঞতা আজ রাতে অধিনায়কত্বকে হিসেবে সংজ্ঞায়িত করছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম