
কলকাতা নাইট রাইডার্সে এখনও গৌতম গম্ভীরের অভাব অনুভব করে বলে জানালেন দলটির অলরাউন্ডার রমনদীপ সিং। তবে তার মতে, নতুন মেন্টর ডোয়াইন ব্রাভোও দলের মধ্যে চ্যাম্পিয়ন মানসিকতা এনে দিয়েছেন।
গত মৌসুমে গম্ভীরের মেন্টরশিপে কেকেআর মাত্র তিন ম্যাচ হেরে আইপিএল শিরোপা জেতে। এবার গম্ভীর ভারতের প্রধান কোচ হওয়ায় তার স্থানে আসেন ব্রাভো। তার কোচিংয়ে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে কেকেআর।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রমনদীপ বলেন, ‘আমরা গম্ভীর স্যারের মতো একজনকে অবশ্যই মিস করি, তিনি যেভাবে দলকে গড়ে তুলেছিলেন সেটা ছিল অসাধারণ। তবে এখন আমাদের সঙ্গে আছেন ব্রাভো স্যার, যিনি একই রকম চ্যাম্পিয়ন মানসিকতা আনছেন দলে।’
ক্যাপ্টেন প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রেয়াস ও রাহানে – দুইজনই দারুণ অধিনায়ক। রাহানে ভাই ডাগআউটে অনেক শান্ত থাকেন, অনেক তরুণ তাকে অনুসরণ করে। তিনি ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আর শ্রেয়াসের আত্মবিশ্বাস সবাই জানে। তিনি সব পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করান। দুইজনই ভিন্ন রকম হলেও দুইজনই অনেক কিছু যোগ করেন দলের জন্য।’
নিজের ভূমিকাও স্পষ্ট করেছেন রমনদীপ। তিনি বলেন, ‘আমার ভূমিকা ৫, ৬ বা ৭ নম্বরে নেমে দলের জন্য ম্যাচ জেতানো। পরিস্থিতি বুঝে খেলাটাই আমার কাজ। আমি নিজেকে ম্যাচ উইনার হিসেবে তৈরি করতে চাই। ১৫ ওভারের পর আমি নিজেকে পুরোপুরি ব্যাক করি, পরিস্থিতি যেমনই হোক না কেন।’
তিনি আরও যোগ করেন, ‘গত বছর আইপিএল খেলার সময় ভাবিনি যে ভারতীয় দলে ডাক পাব। কিন্তু লক্ষ্য ঠিক ছিল – নিজের সেরাটা দেওয়া। বাকিটা ঈশ্বরের হাতে।’ কেকেআর আগামী ১৫ এপ্রিল মুল্লানপুরে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।