Logo
Logo
×

খেলা

ভারত সিরিজের সূচি প্রকাশ, ৬ ম্যাচের ৪টি মিরপুরে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম

ভারত সিরিজের সূচি প্রকাশ, ৬ ম্যাচের ৪টি মিরপুরে

ছবি: সংগৃহীত

মিরপুরের স্লো, লো এবং টার্নিং পিচ নিয়ে সমালোচনার কমতি নেই। কদিন আগে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুরোধ করেছিলেন, ‘অন্তত টি-টোয়েন্টি যেন ঢাকার বাইরের মাঠে হয়।’ তবে বিসিবি আজ জানিয়েছে, ভারতের বিপক্ষে সাদা বলের ৬ ম্যাচের সিরিজটির চারটি ম্যাচই হবে মিরপুরে। তিন টি-টোয়েন্টির দুটি বসবে শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি জানিয়েছে, ১৩ আগস্ট রঙিন পোশাকের সিরিজটি খেলতে ঢাকায় পা রাখবে ভারত। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

টুর্নামেন্টের প্রথম দুই ওয়ানডে বসবে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ১৭ আগস্টের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ২০ আগস্ট। চট্টগ্রামে ২৩ আগস্ট বসবে তৃতীয় ওয়ানডে। সেখানেই ২৬ আগস্ট দুদলের কুড়ি কুড়ির লড়াই। ২৯ এবং ৩১ আগস্ট সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।

সিরিজটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে একটি। ভারত সকল সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে একটি মানদণ্ড স্থাপন করেছে এবং উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতাটি উপভোগ করবেন।’

সেপ্টেম্বরের এক তারিখ ঢাকা ছাড়বে ভারত দল। দুই সপ্তাহের কয়েকদিন বেশি সময় বাংলাদেশে অবস্থান করবে রোহিত-কোহলিদের দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম