বাবর আজমের সঙ্গে ব্যাটিং উপভোগ করেন সাইম আইয়ুব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

বাবর আজম ও সাইম আইয়ুব
ক্যারিয়ারের কঠিন এক সময় পার করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। একদিকে জাতীয় দলের দুরবস্থা, সঙ্গে নিজের পারফরম্যান্সও আহামরি নয়। সবমিলিয়ে বেশ চাপেই আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। কঠিন সময়ে অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি।
জাতীয় দল এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্লাব পেশোয়ার জালমিতে বাবরের সতীর্থ সাইম আইয়ুব। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবরকে প্রশংসায় ভাসিয়েছে চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরা ২২ বছর বয়সি এই ক্রিকেটার।
বাবরের কাছ থেকে অনেক সহায়তা পান জানিয়ে সাইম গণমাধ্যমকে বলেছেন, ‘গত দুই বছরে আমি বাবর ভাইকে নিয়ে অনেক কথা বলেছি। তিনি সবাইকে সমানভাবে সম্মান করেন এবং ব্যাটিং পার্টনারশিপকে উপভোগ্য করে তোলেন। আমি সবসময় যার সঙ্গে ব্যাটিং করি, তার অনুযায়ী আমার কৌশল ঠিক করি।’
চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে গোড়ালিতে চোট পান সাইম। সে চোটের কারণে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি তার।
সে কঠিন সময় পার করে মাঠে ফেরার পর ক্রিকেট আরও বেশি উপভোগ করছেন জানিয়ে সাইম যোগ করেন, ‘এই কঠিন সময়ে পিসিবি আমাকে দারুণভাবে সহায়তা করেছে। এখন আমি আবার মাঠে ফিরেছি এবং আগের চেয়েও বেশি ক্রিকেট উপভোগ করছি – আমি সবকিছু মিস করেছিলাম: মাঠের পরিবেশ, ব্যাটিং, বোলিং, আর ফিল্ডিং।’