Logo
Logo
×

খেলা

টেবিলের তলানিতে থেকেও প্লে-অফে খেলতে চায় চেন্নাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

টেবিলের তলানিতে থেকেও প্লে-অফে খেলতে চায় চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সবচেয়ে বাজে পজিশনে আছে চেন্নাই সুপার কিংস।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি চলতি আসরে ইতোমধ্যে ৭ ম্যাচ খেলে ৫টিতে হেরেছে। মাত্র ২ ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নীচে পরে আছে গত পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

গতকাল সোমবার লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। এই জয়ে প্লে অফে খেলার সম্ভাবনা সামান্য আশা টিকে রইলো। কিন্তু সেই অসাধ্যসাধন করতে হলে কঠিন সমীকরণ পার হতে হবে ধোনিদের।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস ইতোমধ্যে ৭ ম্যাচে খেলে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে। পরের ৭ ম্যাচে জয় পেলে ১৪ পয়েন্ট পাবে। সঙ্গে যদি এই ৪ পয়েন্ট যোগ করা হয়, তাহলে মোট পয়েন্ট দাঁড়াবে ১৮। সাধারণত, ১৪ পয়েন্ট নিয়েই কোনও দল আইপিএল প্লে-অফে পৌঁছতে পারে। এখানে তো ১৮ পয়েন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে।

প্লে-অফের দৌড়ে এখনও রয়েছে ১০ দল

মোটের উপর যদি ছবিটা দেখা যায়, তাহলে এখনও পর্যন্ত ১০ দলের মধ্যে একটাও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু, কেউ আবার ছিটকেও যায়নি। প্রত্যেকটা দলই আপাতত টপ ফোরের জন্য দৌড়চ্ছে।

তবে এখনও পর্যন্ত যে দলগুলো ৮ পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের সামনে রাস্তাটা অনেকটাই সহজ। আর যারা ৪ পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের সামনে রাস্তা কিছুটা হলেও কঠিন হতে পারে। কিন্তু, প্লে-অফের দরজা এখনও পর্যন্ত প্রত্যেকটা দলের জন্যই খোলা রয়েছে। আগামী ম্যাচগুলো রোমাঞ্চকর হবে আশা করা যেতে পারে।

ধোনির অধিনায়কত্বে দ্বিতীয় ম্যাচেই জয়

বর্তমানে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে আইপিএল খেতাব জিতিয়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মাহি। কিন্তু, চলতি মৌসুমে রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার কারণে ফের ধোনিকে দায়িত্ব সামলাতে হচ্ছে। আর মাত্র ২ ম্য়াচের মধ্যেই তিনি দলকে জয়ের সরণীতে ফিরিয়ে এনেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম