Logo
Logo
×

খেলা

ইনসানের দুর্দান্ত গোলে ফাইনালে কিংস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম

ইনসানের দুর্দান্ত গোলে ফাইনালে কিংস

ছবি: বাফুফে

ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর বিপক্ষে কিংসের ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। সেখানেও ১-১ সমতা না ঘোচায় পরে টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে আবাহনী। হারলেও কিংসের সামনে সুযোগ ছিল তৃতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে ওঠার। তবে এই ম্যাচটিও অতিরিক্ত সময়ে চাপ বাড়ে কিংসের ওপর। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ইনসান হোসেনের গোলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। নিশ্চিত করেছে ফেডারেশন কাপ ফাইনালের স্পট।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও ম্যাচে প্রথম সাফল্য পায় রহমতগঞ্জ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭৫ মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় তারা। নাবীব নেওয়াজ জীবনের কাটব্যাকে তপু বর্মণের পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে সলোমন ডান পা থেকে বাঁ পায়ে বল নিয়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন।

এর মিনিট সাতেক পর সমতায় ফিরেছে কিংস। সাদ উদ্দিনের ক্রসে রাকিব হোসেনের আলতো ছোঁয়ায় গোল। এক ডিফেন্ডার যেমন আটকাতে পারেননি, তেমনই গোলকিপার আহসান বিপুও হাত বাড়িয়েও গোল হজম থেকে দলকে রক্ষা করতে পারেননি।

নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তখন বেশকিছু পরিবর্তন আনেন কিংস কোচ তিতা। আর্জেন্টাইন স্ট্রাইকার লেসকানোকে তুলে নেন। চন্দন, জনি ও উদীয়মান ইনসানকে নামান। তাতে আক্রমণে ধার বাড়ে দলটির।

সে ধারেই শেষ পর্যন্ত ১১৩ মিনিটে কাটা পড়ে রহমতগঞ্জ। রাকিবের ক্রসে ইনসান দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে উঠে দারুণ এক হেডে জাল কাঁপান। শেষ বাঁশির আগে রহমতগঞ্জ আর এই গোল ফিরিয়ে দিতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।

আগামী ২২ এপ্রিল (মঙ্গলবার) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ ফাইনাল। সেদিন শিরোপার জন্য ঝাঁপাবে দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী ও কিংস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম