Logo
Logo
×

খেলা

নিগার শারমিন ফারজানার ফিফটিতে রানের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম

নিগার শারমিন ফারজানার ফিফটিতে রানের রেকর্ড

নিগার সুলতানার ব্যাটিং তাণ্ডব আর শারমিন আক্তার ও ফারজানা হক পিংকিং ফিফটিতে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের রানের রেকর্ড। 

মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের ৬ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। এর আগে চলতি আসরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

দলের হয়ে ৫৯ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৮৩ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ৭৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন শারমিন আক্তার।

এছাড়া ৮৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি। ২২ বলে ২৬ রান করেন ফাহিমা খাতুন।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম