চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম

শ্রেয়াস আইয়ার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৫ আর ফাইনালে ফের কিউইদের বিপক্ষে ৪৮ রানের তিনটি ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তার এই তিনটি ইনিংসে দলের জয়ে অবদান রেখেছিল। এই নৈপুণ্যেই শেষ পর্যন্ত এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ছুঁয়ে দেখে ভারত।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম এই নায়ককে পুরস্কৃত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার হাতে উঠেছে মার্চের সেরা ক্রিকেটারের স্বীকৃতি।
শ্রেয়াস এই নিয়ে দ্বিতীয়বার পেলেন এই সম্মান। ভারতের এটি টানা দ্বিতীয় স্বীকৃতি। ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছিলেন শুবমান গিল।
সেরার লড়াইয়ে শ্রেয়াস পেছনে ফেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি রানার্স-আপ নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে।
মার্চের সেরা ক্রিকেটারের খেতাব জিতে উচ্ছ্বসিত শ্রেয়াস বললেন, ‘মার্চ মাসে আইসিসি প্লেয়ার অব দা মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি অবিশ্বাস্যরকমের স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরেছি, যে মুহূর্তটি আমি আজীবন লালন করব।’
এদিকে নারী ক্রিকেটে মার্চের সেরার স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের চতুর্থ মাসেই মাসসেরার খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ার এই আগ্রাসী ওপেনার।