Logo
Logo
×

খেলা

রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম

রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

রিশাদ হোসেন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন।  কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রান খরচায় ৩ উইকেট শিকার করে লাহোর কালান্দার্সের জয়ে অবদান রেখেছিলেন তিনি। সে পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে রিশাদকে নিয়েই একাদশ সাজিয়েছে লাহোর।

অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্সের পর লাহোরের অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসার প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। চোটের কারণে রিশাদের জন্য জায়গা করে দেওয়া ভিসা বলেন, ‘রশিদ খানের জায়গা নেওয়া কখনোই সহজ নয়। গত বছরও আমরা ওকে অনেক মিস করেছি। রিশাদ দারুণ বোলার এবং আমাদের জন্য একটি বড় সম্পদ। আশা করি, ও এভাবেই খেলতে থাকবে।’

কোয়েটার বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক শাহিন আফ্রিদিও প্রশংসায় ভাসান রিশাদকে। বলেন, ‘আমরা যখন রিশাদকে দলে নিয়েছি, তখন একজন এমন বোলার খুঁজছিলাম যে মিডল ওভারে উইকেট এনে দিতে পারে। ভিসে কিছুটা চোটে ভুগছিল, তাই রিশাদ ছিল উপযুক্ত বিকল্প। বিশেষ করে যখন আসিফ আফ্রিদি নতুন বলে দারুণ বোলিং করছিল।’

লাহোর একাদশ

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শাহিন আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, হারিস রউফ, আসিফ আফ্রিদি, জামান খান

পিএসএল রিশাদ হোসেন লাহোর কালান্দার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম