Logo
Logo
×

খেলা

ক্রিকেট ফেলে করণ জোহরের সঙ্গে কী করছেন ধোনি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

ক্রিকেট ফেলে করণ জোহরের সঙ্গে কী করছেন ধোনি?

বলিউড পরিচালক করণ জোহর নতুন করে আলোচনায় এসেছেন এক অপ্রত্যাশিত ঘোষণার মাধ্যমে। তিনি তার নতুন বিজ্ঞাপনী ছবিতে নতুন ‘লাভার বয়’ হিসেবে পরিচয় করালেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। হ্যাঁ, ঠিকই পড়েছেন! ধোনিকে এবার দেখা যাবে এক রোমান্টিক চরিত্রে, যেখানে তার প্রেম হলো মোটরবাইকের প্রতি।

ইনস্টাগ্রামে করণ একটি ছোট্ট টিজার শেয়ার করেন যেখানে ধোনিকে দেখা যায় ক্যাজুয়াল পোশাকে, পেছনে বাজছে অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন সাউন্ডট্র্যাক। ক্যাপশনে করণ লেখেন, ‘এমএস ধোনি—আমাদের নতুন লাভার বয়! তবে মাহির বাইকের প্রতি ভালোবাসা নতুন কিছু না। এবার গালফ প্রাইড ও পুনিত মালহোত্রার দুর্দান্ত গল্প বলার কৌশলের জন্য ধন্যবাদ, যার মাধ্যমে সবাই সামনে থেকে দেখতে পাবে এই ব্লকবাস্টার প্রেমকাহিনি। একদম সিনেম্যাটিক ম্যাজিক!’

বিজ্ঞাপনে ধোনিকে দেখা যায় হাতে হার্ট আকৃতির বেলুন নিয়ে বলতে, ‘তুম যা সাথ চালতি হো, হার সফর খুবসুরত বানাতি হো’—যার বাংলা মানে দাঁড়ায়, ‘তুমি যখন সঙ্গে হাঁটো, প্রতিটি যাত্রা সুন্দর হয়ে ওঠে।’

ভক্তদের প্রতিক্রিয়া ছিল তুমুল। কেউ লিখেছেন, ‘আয় হায়, কিউটি পাই!’ আরেকজন বলেন, ‘কুছ কুছ থালা হ্যায়।’ কেউ কেউ ধোনির এই নতুন রূপ দেখে স্মরণ করেছেন সুশান্ত সিং রাজপুতকে, বলছেন, ‘সুশান্ত সিং রাজপুতের ছোঁয়া পাচ্ছি।’ তবে সমালোচনাও এসেছে—একজন মন্তব্য করেছেন, ‘এই লাইনটা কবে ধরলেন মাহি স্যার?’

যদিও অনেকে ভাবছেন, ধোনি কি তাহলে সিনেমা জগতে পা রাখতে চলেছেন? করণ স্পষ্ট করে দিয়েছেন, এটি শুধুই একটি বিজ্ঞাপনচিত্র, পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা। পুনিত নিজেও পোস্টে মন্তব্য করে ধোনির ‘জাদু’র প্রশংসা করেন।

এদিকে করণ জোহর বর্তমানে ব্যস্ত কেসারি চ্যাপ্টার ২ এর কাজ নিয়ে। সিনেমাটি ২০১৯ সালের কেসারির সিক্যুয়েল। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামায় রয়েছেন আর মাধবন ও অনন্যা পান্ডে। ছবিটি মুক্তি পাবে ১৮ এপ্রিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম