Logo
Logo
×

খেলা

তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তিনি

সাকিব বললেন, ‘আমি পালিয়ে যাচ্ছি না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পিএম

সাকিব বললেন, ‘আমি পালিয়ে যাচ্ছি না’

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের সমান্তরালে চলে বিতর্ক। দৈর্ঘ্যে-প্রস্তে তালিকাটাও বেশ লম্বা। কখনও ক্রিকেটে, কখনও আবার বাইরের কোনো বিষয়ে—শেয়ার বাজার কারসাজি, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাত, স্বর্ণের ব্যবসা এবং সবশেষ সাকিব পেয়েছেন হত্যা মামলা। সবকিছুর পর এখন দেশ থেকে দূরে আছেন সাকিব।

তবে দেশে ফিরতে চান ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই এমপি। খেলতে চান বাংলাদেশের জার্সি গায়ে। তার জন্য প্রয়োজনীয় যোগাযোগও করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগার পোস্টার বয় জানিয়েছেন, যত অভিযোগ আছে সব কয়টির তদন্তে সরকারকে সহযোগিতা করতে তিনি রাজি। তবে ছোট্ট একটি শর্ত আছে সাকিবের—নিরাপত্তা।

দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিককে সাকিব বলেছেন, ‘আমি শেয়ার বাজারের ব্যবসা থেকে কোনো লাভ করিনি। প্রক্রিয়াতেও জড়িত ছিলাম না। কোনো মিটিংয়ে যাইনি, অফিসেও যাইনি। তাহলে কীভাবে আমি দোষী হতে পারি? শুধু ইনভেস্ট করেছি বলেই কি সব দায় আমার? আমি সেখানে টাকা হারিয়েছি। কেউ যদি দেখাতে পারে আমি কীভাবে লাভ করেছি, আমি সেটাই দেখতে চাই। আমি চাই একটা সঠিক তদন্ত হোক, যাতে আমি বুঝতে পারি কোথায় কিভাবে এত ক্ষতি হলো।’

সাকিব বলেছেন, ‘আমি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে মেসেজ করেছি। যদিও এখনো কোনো উত্তর পাইনি। কিন্তু আমি যে কোনো সমস্যার বিষয়ে কথা বলতে রাজি। আমি শেয়ার মার্কেট, ব্যাংকিং সেক্টর, এমনকি সরকারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, যেন একটা সমাধান বের হয়। আমি পালিয়ে যাচ্ছি না। আমি এগিয়ে এসে সব ঠিক করতে চাই। আমি মনে করি আমি সেই সুযোগ পাওয়ার যোগ্য, আর যদি তা দেওয়া হয়, আমি খুশি হবো।’

তদন্তে সহযোগিতার কথা জানিয়ে সাকিব বলেন, ‘তারা যেকোনো তথ্য চাইলে আমি দিতে প্রস্তুত—চাই সেটা কাঁকড়া খামারের হোক বা শেয়ার মার্কেটের ব্যবসার। যদি তারা মনে করে যে আমাকে ডেকে বিস্তারিত তদন্ত করতে হবে, আমি তাতেও রাজি। আমি কিছু লুকাচ্ছি না বা কিছু চুরি করে পালিয়ে যাচ্ছি না।’

গত সাত মাস দেশের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ নেই সাকিবের। জুলাই আন্দোলনের পর থেকে দেশেও ফেরা হয়নি। তবে স্বপ্নটা এখনও দেখছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি সাকিব। জাতীয় দলে ফিরতে মরিয়া টাইগার অলরাউন্ডার অন্তত দুবছর খেলতে চান। লাল-সবুজের জার্সিতে খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম