Logo
Logo
×

খেলা

ছিলেন ‘পরিষ্কার আউট’, নিয়মের মারপ্যাঁচে বেঁচে মুম্বাইকে জেতালেন তিনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম

ছিলেন ‘পরিষ্কার আউট’, নিয়মের মারপ্যাঁচে বেঁচে মুম্বাইকে জেতালেন তিনি

মুম্বাই ইন্ডিয়ান্স টানা দ্বিতীয় জয় তুলে নিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ম্যাচে তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ছয় উইকেটে। মুম্বাইয়ের এই জয়ের অন্যতম নায়ক রায়ান রিকেলটন। তিনি অবশ্য সপ্তম ওভারেই আউট হয়ে যেতে পারতেন। তবে হাইনরিখ ক্লাসেনের উইকেটকিপিং ভুলে বড়সড় সুযোগ হাতছাড়া করে সানরাইজার্স।

জিশান আনসারির করা সপ্তম ওভারের পঞ্চম বলে ঘটনা ঘটে। রিকেলটন শট করেন কভারে, প্যাট কামিন্স তা তালুবন্দি করে নেন। রিকেলটন আউট ভেবে তখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। পরের ব্যাটার সূর্যকুমার যাদব মাঠে ঢুকেও গিয়েছিলেন।

ঠিক তখনই চতুর্থ আম্পায়ার দৌড়ে এসে সূর্যকুমার যাদবকে থামিয়ে দেন। জানানো হয়, তৃতীয় আম্পায়ার ক্লাসেনের গ্লাভসের অবস্থান পরীক্ষা করছেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল করার সময় ক্লাসেনের গ্লাভস স্টাম্পের সামনের দিকে ছিল। নিয়ম অনুযায়ী এটা ভুল। ফলে রিকেলটনকে ফিরিয়ে আনা হয়।

এমসিসির আইনের ২৭.৩.১ অনুযায়ী, ‘উইকেটকিপারকে বল আসা পর্যন্ত স্টাম্পের পিছনে থাকতে হবে।’ ২৭.৩.২ ধারায় বলা আছে, ‘যদি উইকেটকিপার এই নিয়ম ভঙ্গ করে, তাহলে আম্পায়ার নো বল ডাকবেন।’ এই ভুলের জন্য রিকেলটন আবার ব্যাট করতে পারেন। পরে তিনি ৩১ রান করেন ২৩ বলে।

ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ তোলে ১৬২ রান ৫ উইকেটে। অভিষেক শর্মা করেন সর্বোচ্চ ৪০ রান। শেষ দিকে অনিকেত ভার্মা মাত্র ৮ বলে ১৮ রান করে দলের রান বাড়ান।

টার্গেট তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পায় ১১ বল বাকি থাকতে, ৪ উইকেট হাতে রেখে। সবচেয়ে বেশি রান করেন উইল জ্যাকস, ২৬ বলে ৩৬ রান। রায়ান রিকেলটন করেন ৩১ রান। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা আর হার্দিক পান্ডিয়া সবাই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। প্রত্যেকে করেন ২০-এর বেশি রান। এই জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে। সানরাইজার্স হায়দরাবাদ আছে নবম স্থানে।

আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম