|
ফলো করুন |
|
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৩ বলে ৫০ রান করেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি।
এই ফিফটির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের দীর্ঘ দিনের রেকর্ড ভেঙে দেন কোহলি।
আইপিএলের ইতিহাসে এতদিন ৬৬টি ফিফটির বেশি স্কোর ছিল নিয়ে শীর্ষে ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ৬২টি ফিফটি আর ৪টি সেঞ্চুরি হাঁকান। রোববার তার সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি।
এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব কিংস। টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলি অনবদ্য ব্যাটিংয়ে ৭ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয় পায় বেঙ্গালুরু। দলের জয়ে ৫৪ বলে ৭টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। এছাড়া ৩৫ বলে ৬৩ রান করেন ডেবদুত পাদিক্কল।
এদিন পঞ্চাশোর্ধ ইনিংস খেলার পথে ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েন বিরাট কোহলি।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৫০+ রান করা ব্যাটসম্যান
বিরাট কোহলি- ৬৭
ডেভিড ওয়ার্নার- ৬৬
শিখর ধাওয়ান- ৫৩
রোহিত শর্মা- ৪৫
লোকেশ রাহুল- ৪৩
বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ারের কথা বললে, এটি তার ২৬০তম ম্যাচ ছিল। তিনি এখনও পর্যন্ত ৫৯টি হাফ সেঞ্চুরি এবং ৮টি সেঞ্চুরি করেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও রয়েছে বিরাটের দখলে।
