Logo
Logo
×

খেলা

ভাইয়ের খেলা দেখতে গিয়ে ট্রলের শিকার শ্রেয়াস আইয়ারের বোন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম

ভাইয়ের খেলা দেখতে গিয়ে ট্রলের শিকার শ্রেয়াস আইয়ারের বোন

আইপিএলে নিজেদের সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে পাঞ্জাব কিংস। সে ম্যাচে ভাই শ্রেয়াস আইয়ারের খেলা দেখতে, তাকে সমর্থন জানাতে গিয়েছিলেন তার বোন শ্রেষ্ঠা আইয়ার। তবে পাঞ্জাবের হারের পর সামাজিক মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়ে গিয়েছেন তিনি। বলা হচ্ছে ভাইয়ের ব্যর্থতার জন্য নাকি তার উপস্থিতিই দায়ী! 

তবে এমন সব সমালোচনা শুনে তিনি জবাব দিতে ভোলেননি। ইনস্টাগ্রাম স্টোরিতে বিশাল এক লেখায় ধুয়ে দিয়েছেন ট্রলকারীদের।

গত ২০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে বেঙ্গালুরু। মাত্র ১৮.৫ ওভারে ১৫৮ রান তাড়া করে ৭ উইকেটে সহজ জয় তুলে নেয় তারা। এই ম্যাচে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে ব্যর্থ হন।

সে ম্যাচে পাঞ্জাবের হোম, মহারাজা যাদবিন্দ্র স্টেডিয়ামের গ্যালারিতে হাজির ছিলেন শ্রেয়াসের বোন শ্রেষ্ঠা। তার গায়ে ছিল পাঞ্জাব কিংসের জার্সি। পুরো ম্যাচে ভাইয়ের জন্য গলা ফাটিয়েছেন তিনি। সে ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছেন শ্রেষ্ঠা।

তবে এ অনুপ্রেরণাও পাঞ্জাবকে হারের কবল থেকে বাঁচাতে পারেনি। এরপরই শ্রেষ্ঠাকে অনলাইনে ট্রলের কেন্দ্রে চলে আসতে হয়। 

যা দেখে তিনি মুখ বুজে থাকতে পারেননি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবির সঙ্গে জুড়ে দেন প্রতিবাদের কথাগুলোও। তিনি লেখেন, ‘পরিবারের কেউ ম্যাচে উপস্থিত থাকলেই যদি দোষারোপ করা হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। মাঠে থাকি বা দূর থেকে সমর্থন করি—টিমের পাশে আমরা সবসময়ই আছি।’ 

যারা ট্রল করেছে, তাদেরও ছাড়েননি শ্রেষ্ঠা। তিনি লেখেন, ‘যারা আমার দিকে আঙুল তুলছে, তাদের মানসিকতা এতটাই নিম্ন যে, সেটা শুধু হাস্যকরই নয়, লজ্জাজনকও। আমি বহু ম্যাচে ছিলাম, ভারতের এবং অন্যদের, এবং বেশিরভাগ সময়েই জয় এসেছে। কিন্তু যারা স্ক্রিনের পেছন থেকে ট্রোল করে, তাদের কাছে এসব সত্যি এসবের কোনো মূল্য নেই।’

শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংস আইপিএল

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম