Logo
Logo
×

খেলা

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তের দাবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তের দাবি

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেকে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরের ৩৬তম ম্যাচে রাজস্থান রয়েলস মুখোমুখি হয়ে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে। সেই ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। 

গত ১৯ এপ্রিল শনিবার জয়পুরে প্রথমে ব্যাট করে এইডেন মার্করামের ৬৬ আর আয়ুস বাদানির ৫০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৮০ রান করে লখনউ সুপার জায়ান্টস। টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় রাজস্থান রয়েলস। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে মাত্র ২ রানে হেরে যায় রাহুল দ্রাবিড়ে শীষ্যরা। 

সেই ম্যাচেই ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী আইপিএলে নিজের অভিষেক ঘটিয়ে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কমবয়সি খেলোয়াড়ের ইতিহাস গড়েন। দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন চোটের কারণে একাদশে ছিলেন না, এবং আগামী ম্যাচেও বেঙ্গালুরুতে তার ফেরার সম্ভাবনা নেই।

সেই ম্যাচেই রাজস্থান রয়েলস একটি নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বর্তমানে দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন রাহুল দ্রাবিড়। আট ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম পজিশনে রয়েছে রাজস্থান।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির আহ্বায়ক এবং শ্রীগঙ্গানগরের বিজেপি বিধায়ক জয়দীপ বিহানী একটি টিভি সাক্ষাৎকারে রাজস্থান রয়েলস ও আইপিএল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।

তিনি রাজস্থান বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ নিয়ে বলেন, ‘নিজেদের মাঠে যখন জয়ের জন্য মাত্র কয়েক রান দরকার ছিল শেষ ওভারে, তখন রাজস্থান কীভাবে হেরে গেল? এর তদন্ত করতে হবে।‘

শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ছিল ৯ রান। ক্রিজে ছিলেন ধ্রুব জুরেল, নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন শিমরন হিটমায়ার। কিন্তু চাপের মুখে হিটমায়ার  তৃতীয় বলে আউট হয়ে যান, তখন বাকি ছিল ৩ বলে ৬ রান। এরপর লখনউ দলের পেসার আবেশ খান পরপর তিন বলে মাত্র ৩ রান দেন, ফলে ২০ ওভারে রাজস্থান ৫ উইকেটে ১৭৮ রানের বেশি করতে পারেনি। ম্যাচটি হেরে যায় মাত্র ২ রানে।

এমন পরাজয়ের পরই বিতর্ক শুরু হয় এবং ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই অভিযোগ আরও তীব্র আকার ধারণ করে। এখন দেখার বিষয়, বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল এ নিয়ে কী পদক্ষেপ নেয়।

আইপিএল ম্যাচ ফিক্সিং অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম