ফুটবল থেকে সরে দাঁড়ালেন ব্রাজিলকে সবশেষ শিরোপা জেতানো কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলের ইতিহাসটা বেশ সাফল্যমণ্ডিত। তবে শেষ বছর দশেক হিসেব করলে দেখতে পাবেন, সেখানে ভাটার টান লেগে গেছে। সেই ২০১৯ সালে ব্রাজিল জিতেছিল তাদের সবশেষ শিরোপাটা।
সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রাখলে ৬ বছর আগে জেতা সে কোপা আমেরিকার মাহাত্ম্যটা একটু বেড়েই যায় সেলেসাওদের কাছে। সেই শিরোপাটা ব্রাজিল তাদের ট্রফি কেসে তুলেছিল কোচ তিতের হাত ধরে। সে আদেনর লিওনার্দো বাচ্চি ‘তিতে’ এবার ফুটবল থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
না, অবসর নেননি তিনি, অনির্দিষ্টকালের জন্য কোচিং পেশা থেকে বিরতি নিচ্ছেন। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত আগস্টে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তার পরের মাসেই তাকে ফ্লামেঙ্গো ক্লাব থেকে ছাঁটাই করা হয়। সবশেষে তার নাম করিন্থিয়ান্স ক্লাবের কোচ হিসেবে আলোচনায় আসে।
তিতে তার ছেলে মাতেউস বাচ্চির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে লেখেন, ‘আমি বুঝতে পেরেছি, একজন মানুষ হিসেবে আমি দুর্বল হতে পারি এবং তা স্বীকার করলেই আমি আরও শক্তিশালী হব।’
তিনি আরও বলেন, ‘আমি আমার কাজকে ভালোবাসি, আগামীতেও তাই ভালোবাসব। তবে পরিবারের সঙ্গে কথা বলার পর এবং শরীর যে সংকেত দিচ্ছিল তা খেয়াল করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমার নিজের দিকে নজর দেওয়াই সবচেয়ে জরুরি। যতদিন সময় লাগে, আমি বিশ্রাম নেব।’
করিন্থিয়ান্সের ডাগ আউটে ফেরার একটা সুযোগ ছিল তার সামনে। তবে শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় সেটাকেও এক পাশে রাখতে হচ্ছে তাকে। তিতে বলেন, ‘করিন্থিয়ান্সের সঙ্গে একটি আলোচনার প্রক্রিয়া চলছিল। তবে কঠিন হলেও প্রয়োজনীয় এই সিদ্ধান্তের কারণে তা স্থগিত রাখতে হচ্ছে।’
২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। তার আগে ব্রাজিলের বেশ কিছু ক্লাব যেমন গ্রেমিও, আতলেতিকো মিনেইরো এবং পালমেইরাসে কোচিং করিয়েছেন তিতে।
