Logo
Logo
×

খেলা

আবারও হৃদয়ের নিষেধাজ্ঞা, সংবাদ সম্মেলন ডাকলেন তামিমরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম

আবারও হৃদয়ের নিষেধাজ্ঞা, সংবাদ সম্মেলন ডাকলেন তামিমরা

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়কে নিয়ে আলোচনা শেষই হচ্ছে না যেন। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচ। তবে লিগের মাঝপথে বাইলজ বদলে সে নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনা হয়েছিল। তবে ২ ম্যাচের সে শাস্তি আবারও পুনর্বহাল করা হয়েছে গতকাল। এরপরই তামিম ইকবালসহ মোহামেডানের অন্য ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ডেকেছেন আজ শুক্রবার দুপুরে।

তামিম ইকবাল চলতি মৌসুমে মোহামেডানের অধিনায়ক ছিলেন। তবে গত ২৪ মার্চ হার্ট অ্যাটাকের কারণে তিনি চলে যান মাঠের বাইরে। তার জায়গায় অধিনায়ক করা হয় তাওহীদ হৃদয়কে। 

সে দায়িত্ব নিয়ে গত ১২ এপ্রিল বিরাট কাণ্ড ঘটিয়ে বসেন তিনি। একটি সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার তানভীর আহমেদ ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এরপর ম্যাচশেষে আম্পায়ারদের নিয়ে বাজে মন্তব্যও করে বসেন তিনি। সব মিলিয়ে এ ঘটনার প্রেক্ষিতে তাকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে সে নিষেধাজ্ঞা পূরণ না করেই তিনি মাঠে ফেরেন। এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটান তিনি। বাইলজ বদলে তাকে অন্যায়ভাবে এই সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে সিসিডিএম কমিটির বিরুদ্ধে।

এ সিদ্ধান্তের প্রতিবাদও দেখা গেছে। টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। এরপর বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। যার ফলে মোহামেডান অধিনায়ক হৃদয়ের শাস্তি পুনর্বহাল করেন সিসিডিএমের আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম। যার ফলে আগামীকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না হৃদয়।

এই সিদ্ধান্ত জানানোর ঠিক পরেই আসে ঘোষণা। তামিম ইকবালসহ মোহামেডানের আরও যত ক্রিকেটার আছেন, তারা সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা এই সংবাদ সম্মেলন।

তামিম ইকবাল তাওহীদ হৃদয় মোহামেডান ঢাকা প্রিমিয়ার লিগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম