ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি সংস্করণে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না যশস্বী জয়সোয়াল। তার দল রাজস্থান রয়্যালসও ব্যর্থতার বৃত্তে আটকে রয়েছে। তবে এর মধ্যেই গতরাতে ব্যাট হাতে এক বিশ্বরেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ইনিংস শুরু করেছেন ছক্কা হাঁকিয়ে। আর তাতেই জয়সোয়ালের দখলে এসেছে এক বিশ্বরেকর্ড।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটিতে ২০৬ রানের লক্ষ্য তাড়ায় রাজস্থানকে ভালো শুরু এনে দেন জয়সোয়াল। স্বাগতিক পেসার ভুবনেশ্বর কুমারের প্রথম ডেলিভারি ছিল কিছুটা শর্ট লেংথে। সে বলটিকে উড়িয়ে সীমানাছাড়া করেন জয়সোয়াল।
এ নিয়ে চলতি আইপিএলের পাওয়ার প্লেতে জয়সোয়াল হাঁকালেন ১৪টি ছক্কা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া ইনিংসের একদম প্রথম বলেই তার ছয়টা ছিল বিশ্বরেকর্ড গড়া। কারণ এ নিয়ে আইপিএলে মোট তিনবার আইপিএল ইনিংসের প্রথম বলেই জয়সোয়াল ছক্কা মেরেছেন। তার ধারেকাছে নেই আর কেউই।
জয়সোয়ালের মতো ইনিংসের প্রথম বলেই ছয় মারার কীর্তি আছে সাতজনের। তারা হচ্ছেন— নামান ওঝা, মায়াঙ্ক আগারওয়াল, সুনীল নারিন, বিরাট কোহলি, রবিন উথাপ্পা, ফিল সল্ট ও প্রিয়াংশ আর্য। তবে জয়সোয়াল ছাড়া আর কোনো ব্যাটারেরই আইপিএল ইনিংসের প্রথম বলে একাধিকবার ছয় মারার রেকর্ড নেই।
যদিও জয়সওয়ালের বিশ্বরেকর্ড গড়া ম্যাচটি জিততে পারেনি রাজস্থান। বেঙ্গালুরুর দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৪ রানে থেমেছে তারা।
