Logo
Logo
×

খেলা

চা বিরতির পর নাঈমের জোড়া আঘাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম

চা বিরতির পর নাঈমের জোড়া আঘাত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বোলারদের খাটিয়ে উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। সফরকারীরা যখন সাবলীলভাবে এগোচ্ছিলেন, ঠিক তখনই জোড়া আঘাত হেনেছেন স্পিনার নাঈম হাসান।

চার বিরতির পর প্রথম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ৫৪ রান করা নিক ওয়েলচ। এরপর জিম্বাবুয়ের দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ এরভিন এবং শন উইলিয়ামসের ঝুলিতে পুরেছেন নাঈম। প্রথম জিম্বাবুয়ে অধিনায়ক এরভিনকে মোটে ৫ রানে উইকেটের পেছনে জাকের আলীর ক্যাচ বানিয়েছেন।

এরপর জিম্বাবুয়ের পক্ষে এখন পর্যন্ত ৬৭ রান করা উইলিয়ামস নাঈমের বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান।

উল্লেখ্য, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। বাঁচামরার ম্যাচ টস হেরে এখন ফিল্ডিং করছে স্বাগতিকরা।

বাংলাদেশ ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম