Logo
Logo
×

খেলা

বোর্ড সভা আজ

২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে দুদকের চিঠি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২১ এএম

২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে দুদকের চিঠি

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে বিসিবিতে গিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। তারা সুস্পষ্টভাবে তিনটি বিষয়ে তদন্তের কথা জানিয়েছিলেন। এবার বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে দুদক চিঠি দিয়েছে। সোমবার সেই চিঠি বিসিবিতে পৌঁছে।

২৭ ধরনের নথির মধ্যে রয়েছে আগের কমিটির আয়-ব্যয়ের সব অডিট রিপোর্ট, আইসিসি-এসিসি থেকে প্রাপ্ত অনুদান, লজিস্টিকস খরচ, বিপিএলের আয়-ব্যয়ের সব রেকর্ড, বিপিএল পরিচালনার সঙ্গে দায়িত্বপ্রাপ্তদের তথ্য, ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০ অনুষ্ঠানের আয়-ব্যয়, এ আর রাহমানের কনসার্টের সব নথিপত্র, তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট, অডিট ফার্মগুলো নিয়ে আলোচনা।

এবং এজিএমের খরচ, বিসিবি পরিচালকদের বিদেশ সফরের খরচ, হেলিকপ্টারের খরচ, স্টেডিয়াম শোভাবর্ধন এবং সংস্কার খরচ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের খরচ, আয়ারল্যান্ড সফরে সিকিউরিটি প্রদানের খরচের হিসাব। এছাড়া বিসিবির কর্মকর্তা, পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিও রয়েছে।

বিসিবির সভা আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ রোববার ভার্চুয়ালি ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বিসিবির বার্ষিক বাজেট এবং আর্থিক কৌশল নিয়ে আলোচনা করে। সেই আলোচনা সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় আজ বিসিবি সভা ডেকেছে।

পর্যালোচনা প্রক্রিয়া এবং বাজেট কৌশল নিয়ে আলোচনা হবে আজ। এছাড়া সম্প্রতি তৈরি বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হবে। এর আগে ২৪ মার্চ বোর্ড সভা হওয়ার কথা ছিল। 

কিন্তু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করায় সেই সভা বাতিল করতে হয়। মাঝে এক মাস গড়িয়ে গেলেও সেই বোর্ড মিটিং হয়নি। কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসায় সভায় ডাকা হয়েছে।

দুদক বিসিবি নাজমুল হাসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম