২২ গজের বাইরে মোহামেডানকে যুদ্ধ করতে হয়েছে, দাবি ‘নিষিদ্ধ’ হৃদয়ের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে মোহামেডানের। ম্যাচে কিছুটা খর্বশক্তির দল নিয়ে খেলতে হয়েছে দলটিকে। কারণ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলার সুযোগ পাননি মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়।
ম্যাচের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। সেখানে হৃদয় লিখেছেন, ‘এবারের প্রিমিয়ার লিগে ২২ গজের বাইরেও একপ্রকার অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতোটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতটা মোহামেডান করেছে।’
তবে ঠিক কী কারণে দল হিসেবে ‘মানসিক পীড়ায়’ ছিল মোহামেডান, সে বিষয়ে কিছু খোলাসা করেননি হৃদয়।
এরপর তিনি লিখেছেন, ‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয় না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেন পারছি না তা না হয় পরেই বলবো!!’
‘নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেনো ছোট বা অপমানিত না হয় সেজন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ্য করতে হয়ঃ- হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে‘-যোগ করেন জাতীয় দলের এই ক্রিকেটার।
প্রসঙ্গত, ডিপিএলে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং আউট হয়েও মাঠ ছাড়তে না চাওয়ার জেরে দুই দফায় শাস্তি হিসেবে ৮টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়। সে কারণে নিয়ম অনুযায়ী এখন চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন তিনি। তবে এই শাস্তি নিয়ে পরোক্ষভাবে নিজের ক্ষোভ জানাতেই হয়ত এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
