Logo
Logo
×

খেলা

ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, নেপথ্যে রিয়াল মাদ্রিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৪ এএম

ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, নেপথ্যে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সঙ্গে সফল এক অধ্যায় শেষের পথে কার্লো আনচেলত্তির। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই ইতালিয়ান কোচকে ঘিরে ক্লাবজুড়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকলেও অনেকেই মনে করছেন, এখন সময় এসেছে নতুন কোচের অধীনে পথচলার। এক্ষেত্রে সাবেক রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসোর নামই ঘুরে ফিরছে সবচেয়ে বেশি।

ক্লাব ফুটবলে সময়টা শেষ করে আনচেলত্তি জাতীয় দলের কোচিংয়ে যাবেন এবং ব্রাজিলের দায়িত্ব নেবেন। গুঞ্জন ছিল, সবকিছু প্রায় ঠিকঠাক হয়ে গেছে। গুঞ্জন ছিল সামনের ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তি রিয়াল ছাড়বেন এবং আলোনসো দায়িত্ব নেবেন।

কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব কিছু। ফ্যাব্রিজিও রোমানোসহ বিশ্বজুড়ে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক অনেকের খবর অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিল যাওয়া আপাতত হচ্ছে না।

এর পেছনে প্রধান কারণ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি আনচেলত্তিকে ছাড়ার জন্য চূড়ান্ত এক্সিট ক্লজ দিতে রাজি হননি। তার যুক্তি, আনচেলত্তিকে বরখাস্ত করা হচ্ছে না, তিনি নিজে থেকে চাকরি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন। তাই ক্লাবের কোনো অর্থ দেওয়ার প্রশ্নই আসে না।

এই জটিলতার কারণে চুক্তিটি ভেঙে গেছে। তবে শুধু পেরেজ নয়, ব্রাজিল ফুটবল সংস্থার অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়েও আনচেলত্তি চিন্তিত ছিলেন। ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম ‘জিই’ জানিয়েছে, এই অনিশ্চয়তাও আনচেলত্তিকে পিছিয়ে দেয়।

রিয়ালের এক্সিট ক্লজ দিতে অস্বীকৃতি হোক কিংবা ব্রাজিল ফুটবলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, অথবা দুয়ের মিশেল, সব কিছুর শেষে কোচ কার্লো আনচেলত্তির এখন ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না। যার ফলে বর্তমানে কোচের পদ ফাঁকা থাকা ব্রাজিলের অপেক্ষা বাড়ল আরও একটু। জুন মাসে ব্রাজিলের পরবর্তী ম্যাচ। তার আগে দলটার হাতে আর আছে মোটে এক মাসের মতো সময়। এখন ব্রাজিল দলের কোচ হিসেবে জর্জ জেসুসের নাম এগিয়ে আছে বলে জানা গেছে।

এদিকে আনচেলত্তির সামনে আরও এক বছর রিয়ালের কোচিং করানোর সুযোগ থাকছে। তবে সেটা তিনি পূরণ নাও করতে পারেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে বিস্ফোরক এক খবর। রিয়াল মাদ্রিদের অন্যতম সফল এই কোচকে পেতে সৌদি আরবের একটি দল প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবটাও বেশ লোভনীয়। সে প্রস্তাবে রাজি হলে ৫ কোটি ইউরোর সমপরিমাণ অর্থের এক চুক্তি পাবেন আনচেলত্তি। এখন ইতালিয়ান এই কোচের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার বিষয়।

ব্রাজিল ফুটবল রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম