Logo
Logo
×

খেলা

স্বস্তি নিয়ে দুপুরের খাবার খেতে গেল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

স্বস্তি নিয়ে দুপুরের খাবার খেতে গেল বাংলাদেশ

বাংলাদেশ একটা মাইলফলক ছুঁতে দেরি হচ্ছে, বৃষ্টি নামতে দেরি হচ্ছে না। তৃতীয় দিনে বাংলাদেশের সঙ্গে বৃষ্টির সম্পর্কটা দাঁড়িয়েছে এমনই। দিনের শুরুতে ৩০০ রান ছুঁতেই বৃষ্টি নেমেছিল। ৪০০ রান ছোঁয়ার পরও একই দৃশ্যের দেখা মিলল সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। 

তবে তাতে বাংলাদেশের অবশ্য ক্ষতি হয়নি, ম্যাচেরও নয়। কারণ সকাল বেলার সেশনে বৃষ্টির কারণে স্রেফ ১৬ মিনিটই খেলা হয়নি। আর শেষ দিকে বৃষ্টির পেটে গেছে মোটে ৩ মিনিট। এর মাঝে খেলা যতটুকু হলো, বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে ইতোমধ্যেই। ৮ উইকেটে ৪০৪ রান নিয়ে শেষ করেছে সেশনটা। তাতে দুপুরের খাবারের বিরতিতে দল গেছে একরাশ স্বস্তি নিয়েই।

দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনের সকালেও একটা উইকেটই খুইয়েছে বাংলাদেশ। সেটাও তাইজুল ইসলামের। ৪৫ বলে ২০ রানের ইনিংস খেলে ভিনসেন্ট মাসেকেসার চতুর্থ শিকার হয়ে ফিরেছেন তিনি। তিনি স্টাম্পড হওয়ার ফলে ভাঙে অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে তার গড়া ৮৪ বলে ৬৩ রানের জুটি। 

তবে নবম উইকেটেও তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে ফেলেছেন মিরাজ। নিজেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি। তিনি সেশনটা শেষ করেছেন সেঞ্চুরির অপেক্ষায় থেকে। ১০৯ বলে ৭৬ রান করেছেন তিনি। এদিকে অভিষিক্ত তানজিমও ৫৭ বলে ২৯ রান করে ফেলেছেন। নবম উইকেটে বাংলাদেশ ইতোমধ্যেই পেয়ে গেছে ১০৩ বলে ৬২ রানের জুটি।

সব মিলিয়ে সকালের সেশনে স্কোরবোর্ডে যোগ হয়েছে ১১৩ রান, তাইজুলের উইকেটের বিনিময়ে। বাংলাদেশের লিডটা এই মুহূর্তে গিয়ে ঠেকল ১৭৭ রানে। উইকেটের স্পিন ধরছে, এমন পরিস্থিতিতে লিডটাকে বেশ বড় বলেই মনে হচ্ছে এখন।

বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে ক্রিকেট বাংলাদেশ-জিম্বাবুয়ে বৃষ্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম