Logo
Logo
×

খেলা

‘নতুন কমিটি গঠনতন্ত্র নিয়ে নতুনভাবে কাজ করছে’

বাফুফের গঠনতন্ত্র সংস্কার হিমাগারে!

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৮:২৯ এএম

বাফুফের গঠনতন্ত্র সংস্কার হিমাগারে!

ফাইল ছবি

গঠনতন্ত্র সংস্কারের জন্য গত বছরের ৯ নভেম্বর প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র সংস্কার কমিটি গঠন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিন মাস মেয়াদে তিন সদস্যের কমিটি গঠিত হলেও সেই সংস্কার এখন হিমাগারে।

কমিটির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হলেও দু-একটি সভা ছাড়া আর কিছুই করতে পারেনি। গত বছরের ৪ ডিসেম্বর কমিটির প্রথম সভা হলেও ফিফা এ সংক্রান্ত কোনো গাইডলাইন দেয়নি বলে বাফুফে সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিডিয়াকে বলেন, ‘ফিফা-এএফসি’র সঙ্গে আমাদের গঠনতন্ত্র সংস্কার কমিটির সভা হয়েছিল। গঠনতন্ত্র সংস্কারের লক্ষ্যে ফিফা একটি নির্দেশনা দেবে, সেটা অনুসরণ করে আমরা অগ্রসর হব। সেই নির্দেশনা এখনো আসেনি।’

কাজী সালাউদ্দিনের গত মেয়াদে বাফুফে জানিয়েছিল, ‘ফিফা কাউন্সিলর সংখ্যা ও নির্বাহী কমিটির আকার কমানোর নির্দেশনা দিয়েছে।’

এরপর বাফুফে তৎকালীন সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে নিয়ে একটি গঠনতন্ত্র সংস্কার কমিটি করে সেটা আর কোনো আলোর মুখ দেখেনি। 

বছরচারেক আগে ফিফা যদি কাউন্সিলর ও নির্বাহী কমিটি উভয়ের আকার কমানোর নির্দেশনা দিয়েই থাকে, তাহলে আবার কেন ফিফার নির্দেশনার অপেক্ষায় বাফুফে? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন কমিটি গঠনতন্ত্র নিয়ে নতুনভাবে কাজ করছে।’

ফিফা বাফুফে তাবিথ আউয়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম