|
ফলো করুন |
|
|---|---|
একটা শিরোপা জেতা হয়ে গেছে। আরও দুইটি মেজর শিরোপা জেতার সম্ভাবনা এখন বার্সেলোনার সামনে। তবে পথটা মোটেও মসৃণ নয় তাদের। মৌসুমের অন্তত ৬টি ম্যাচ বাকি আর, জিততে হবে প্রায় প্রতিটি ম্যাচেই। ঠিক এই সময়ে এসে বড় ধাক্কা খেল দলটা।
চলতি মৌসুমে বার্সেলোনা একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিলেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। সেই তিনি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে পারবেন না। কারণ তার বাঁ-পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে।
বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানের বিপক্ষে বার্সার ম্যাচটা শেষ হয় ৩-৩ গোলে। প্রথম লেগের সেই লড়াইয়ের চোট পান কুন্দে। বৃহস্পতিবার সকালে তার মেডিকেল পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব।
বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘আজ সকালে করা পরীক্ষায় দেখা গেছে, প্রথম দলের খেলোয়াড় জুলস কুন্দের বাঁ-পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে।’ তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটি স্পষ্ট করেনি ক্লাবটি।
আগামী মঙ্গলবার সান সিরোতে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। সেই ম্যাচে তো বটেই, ১১ মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেও কুন্দেকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছেন। এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে, দলে তার গুরুত্বটা কত বেশি। সেই তার অনুপস্থিতি বার্সা কীভাবে সামলে নেবে, সেটাই এখন দেখার বিষয়।
বুধবার ইন্টারের বিপক্ষে দ্বিতীয়ার্ধে কুন্দের জায়গায় খেলেছিলেন এরিক গার্সিয়া। এছাড়াও বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোরও এই জায়গায় খেলার অভিজ্ঞতা আছে, সেটাও আবার এল ক্লাসিকোর মতো মঞ্চে। ফলে তাকেও এই জায়গায় খেলানোর কথা ভাবতে পারেন কোচ হানসি ফ্লিক।
বার্সেলোনা বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। ১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা ও শিরোপা জেতার স্বপ্নে বিভোর এখন ক্লাবটি। এদিকে লা লিগারও শীর্ষে অবস্থান করছে কাতালানরা। ৫ ম্যাচ হাতে রেখে তারা ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে। এর আগে এই রিয়ালকে হারিয়েই বার্সা সুপারকোপা দে এস্পানা আর কোপা দেল রের শিরোপা জিতেছে। ফলে মৌসুমে সম্ভাব্য চারটি শিরোপা জয়ের সম্ভাবনা এখনো টিকে আছে বার্সার সামনে।
