Logo
Logo
×

খেলা

রশিদ খান কি আইপিএলের সেরা ক্যাচটাই নিলেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০১:৪২ পিএম

রশিদ খান কি আইপিএলের সেরা ক্যাচটাই নিলেন?

আইপিএল ইতিহাসের অন্যতম সেরা বোলার রশিদ খান এবারের আসরে বড্ড বিবর্ণ। ম্যাচ প্রতি একটা উইকেটও নিতে পারছেন না। তবে এমন দুঃসময়েও দারুণ এক কীর্তি গড়ে বসেছেন আফগান এই কিংবদন্তি। সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিয়েছেন দারুণ এক ক্যাচ। যা ইতোমধ্যেই চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

শুক্রবার হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ট্রাভিস হেডকে ফিরিয়েছেন অবিশ্বাস্য এক ক্যাচে। আফগান অলরাউন্ডার ৩২ মিটার দৌড়ে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

ঘটনাটা হায়দরাবাদ ইনিংসের পঞ্চম ওভারের। প্রসিধ কৃষ্ণর বলে ট্র্যাভিস হেড শট করেন। তবে ব্যাটে-বলে হয়নি ঠিকঠাক। অনেকটা সময় নিয়ে বাতাসে ভেসে যায় বলটা। ডিপ মিড উইকেট থেকে রশিদ দৌড়ে পেছনের দিকে চলে যান। এরপর নিখুঁত টাইমিংয়ে ডাইভ দিয়ে ক্যাচটি তালুবন্দি করেন তিনি।

ঘটনার পর ধারাভাষ্যকাররা রীতিমতো বিস্মিত হন। কেউ কেউ একে ইতোমধ্যেই আইপিএল ২০২৫-এর সেরা ক্যাচ বলে আখ্যা দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও ক্যাচটির ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

ম্যাচে তার দল গুজরাট টাইটানস ৩৮ রানের বিশাল জয় পেয়েছে। শুবমান গিলের ৩৮ বলে ৭৬, জস বাটলারের ৩৭ বলে ৬৪ ও সাই সুদর্শনের ২৩ বলে ৪৮ রানে ভর করে দল তোলে ২২৪ রান। জবাবে হায়দরাবাদ ৬ উইকেটে থেমে যায় ১৮৬ রানে। অভিষেক শর্মা একমাত্র লড়াই চালিয়ে যান, ৪১ বলে করেন ৭৪ রান।

এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের ব্যাটিং নজর কেড়েছে সবার। টপ অর্ডারের শুবমান গিল, জস বাটলার আর সাই সুদর্শনের ব্যাটে চড়েই বড় রান পেয়ে যাচ্ছে দলটা। যে কারণে লোয়ার-মিডল অর্ডারে খেলা রশিদ খানের ব্যাট হাতে পারফর্ম করার প্রয়োজন পড়ছে না। 

প্রয়োজন পড়ছে বল হাতে। তবে তিনি অবশ্য বল হাতে মোটেও সুবিধাজনক পারফর্ম্যান্স দিতে পারছেন না। ১০ ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট। প্রতি উইকেট নিতে তার খরচ হচ্ছে ৫০.২৯ রান, করতে হচ্ছে ৩১.২৭টি বল, যার মানে প্রতি ম্যাচে একটা করে উইকেটও তুলে নিতে পারছেন না। ইকনমিটাও খুব বাজে, ৯.৫১ রান দিচ্ছেন প্রতি ওভারে। তবে এমন পারফর্ম্যান্সের মধ্যেই অবিশ্বাস্য ক্যাচ নিয়ে তিনি জাহির করলেন, কেন তবুও দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে একাদশে টিকে আছেন তিনি। 

রশিদ খান আইপিএল গুজরাট টাইটান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম