Logo
Logo
×

খেলা

হঠাৎ আইপিএল ছেড়ে যাওয়া সেই পেসার ডোপ পাপে সাময়িক নিষিদ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৯:১৩ পিএম

হঠাৎ আইপিএল ছেড়ে যাওয়া সেই পেসার ডোপ পাপে সাময়িক নিষিদ্ধ

কাগিসো রাবাদা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে আচমকা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন পেসার কাগিসো রাবাদা। এই প্রোটিয়া কবে নাগাদ আবার দলের সঙ্গে যোগ দেবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি গুজরাট টাইটান্স। অবশেষে হঠাৎ আইপিএল ছাড়ার রহস্য জানিয়েছেন এই পেসার, ভক্তদের দিয়েছেন এক দুঃসংবাদ।

রাবাদা বলেন, ‘ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলাম। সত্যিটা হলো, এক বিনোদনমূলক নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণে আমার ডোপ টেস্টে পজিটিভ এসেছে। আমি এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’


তিনি যোগ করেন, ‘ক্রিকেট আমার কাছে শুধুই একটি খেলা নয়, বরং এটা আমার জীবনের বড় একটি সুযোগ ও সম্মান। তাই আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবারও মাঠে ফেরার অপেক্ষায় আছি। এই মুহূর্ত আমাকে সংজ্ঞায়িত করবে না। আমি আগেও যেমন কঠোর পরিশ্রম আর নিবেদনের সঙ্গে খেলেছি, ভবিষ্যতেও সেই পথেই চলবো।’

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, জানুয়ারিতে এসএ২০ টুর্নামেন্টে এমআই কেপ টাউনের হয়ে খেলাকালীন ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন রাবাদা। তিনি যে মাদক গ্রহণ করেছেন, তা পারফরম্যান্স বৃদ্ধির কোনো উপাদান নয়, বরং বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত একটি নিষিদ্ধ পদার্থ ছিল। এই কারণে-ই রাবাদার বিরুদ্ধে কঠোর নয়, বরং সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ কতদিন, তা এখনও স্পষ্ট নয়।

আইপিএল কাগিসো রাবাদা

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম