Logo
Logo
×

খেলা

শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৯:৪৮ এএম

শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের

ছবি: সংগৃহীত

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে হারাতে শেষ ওভারে ১৪ রানের কঠিন সমীকরণ মেলাতে হতো কোয়েটা গ্লাডিয়েটর্সকে। দায়িত্বটা কাঁধে নেন হাসান নাওয়াজ। শেষ ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ১ বল বাকি থাকতে কোয়েটাকে নাটকীয় এক জয় এনে দেন তিনি।

এ জয়ে ইসলামাবাদকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে কোয়েটা। ৮ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ১১। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পরের অবস্থানে ইসলামাবাদ।

ম্যাচে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহানের ২৪ বলে ৩৯ ও মোহাম্মদ নাওয়াজের ৩৪ বলে ৪৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৫৭ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় ইসলামাবাদ। যেখানে কোয়েটার হয়ে একাই ৪ উইকেট নেন ফাহিম আশরাফ।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি কোয়েটার। তবে দায়িত্ব নেন হাসান। মাঝে ব্যাটাররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৪১ বলে ৬৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। ১ বল আগে ২ উইকেটের নাটকীয় জয় পায় কোয়েটা। যেখানে ম্যাচসেরা হাসান।

হাসান পিএসএল ইসলামাবাদ কোয়েটা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম