Logo
Logo
×

খেলা

লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৪:২৫ পিএম

লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণা

লিটন দাস

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার নেতৃত্বেই চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।

রোববার (৪ মে) এই দুই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বড় কোনো চমক ছাড়াই টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্যদের দিয়ে সাজানো হয়েছে এই দল।

চোট থেকে সেরে উঠতে চিকিৎসার জন্য এখন ইংল্যান্ডে অবস্থান করছেন পেসার তাসকিন আহমেদ। তার অনুপস্থিতিতে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন মোস্তাফিজ-শরিফুলরা।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।  এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বিসিবি লিটন দাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম