Logo
Logo
×

খেলা

আবারও ব্যর্থ পান্ত, পাঞ্জাবের কাছে হারল লক্ষ্ণৌ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৪:২৮ এএম

আবারও ব্যর্থ পান্ত, পাঞ্জাবের কাছে হারল লক্ষ্ণৌ

আইপিএলে আবারও হতাশ করলেন ঋষভ পান্ত। রোববার (৪ মে) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৩৭ রানে হেরে গেছে। আর এই ম্যাচেও বড় কিছু করতে পারেননি পান্ত।

ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ২৩৬ রান ৫ উইকেট হারিয়ে। ওপেনার প্রভসিমরন সিং মাত্র ৪৮ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জশ ইংলিস (৩০), অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৪৫), শশাঙ্ক সিং (৩৩*) ও মারকাস স্টয়নিস (১৫*)।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লক্ষ্ণৌ। দ্বিতীয় ওভারেই পাঞ্জাবের বাঁহাতি পেসার অর্শদীপ সিং দুই বলে ফিরিয়ে দেন মিচেল মার্শ (০) ও এইডেন মার্করামকে (১৩)। পরে তিনি ফেরান বিপজ্জনক ব্যাটার নিকোলাস পুরানকেও (৬)।

এরপর দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন ঋষভ পান্ত। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে ঋষভ পান্তের জন্য এই মৌসুম হতাশার। ১০ ইনিংসে তার রান এখনো মাত্র ১২৮। অথচ নভেম্বরে হওয়া নিলামে লক্ষ্ণৌ তাকে দলে নিয়েছিল ৩.২১ মিলিয়ন ডলারে। 

সেই তিনি সবশেষ ম্যাচেও খেলেছেন শম্ভুকগতির ইনিংস। ১৭ বলে মাত্র ১৮ রান করেন তিনি, মারেন ২টি চার ও ১টি ছক্কা। কিন্তু ইনিংসে কোনো ছন্দই দেখা যায়নি। পরে আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে আউট হন তিনি। ওমরজাই এরপর ফেরান ডেভিড মিলারকেও (১১)। তখন লক্ষ্ণৌর স্কোর ছিল ৭৩/৫।

শেষ দিকে আয়ুষ বাদোনি (৭৪) ও আবদুল সামাদ (৪৫) মিলে ৮১ রানের জুটি গড়েন। কিন্তু তা কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পারে। লক্ষ্ণৌ শেষ পর্যন্ত থামে ১৯৯ রানে, ৭ উইকেট হারিয়ে।

এই হারে ৫ ম্যাচে এটি লক্ষ্ণৌর চতুর্থ পরাজয়। পয়েন্ট টেবিলে তারা এখন সপ্তম স্থানে। প্লে-অফের চতুর্থ স্থানের চেয়ে তারা ৪ পয়েন্ট পেছনে, হাতে মাত্র ৩টি ম্যাচ।

অন্যদিকে পাঞ্জাব কিংস টেবিলের দুই নম্বরে উঠে গেছে, ৭ ম্যাচে এটি তাদের সপ্তম জয়। শীর্ষে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল ঋষভ পান্ত লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংস

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম