Logo
Logo
×

খেলা

বৃষ্টিতে ভেসে গেল হায়দরাবাদের শেষ আশাও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৯:১২ এএম

বৃষ্টিতে ভেসে গেল হায়দরাবাদের শেষ আশাও

বাঁচতে হলে জিততে হবে– সানরাইজার্স হায়দরাবাদের সামনে সমীকরণটা এমনই ছিল। সে লড়াইয়ে নেমে দুর্দান্ত বোলিং করে দিল্লি ক্যাপিটালসকে ১৩৩ রানে আটকে দেয় দলটা। এ রান তাড়া করা মামুলি ব্যাপার। কিন্তু সেটাই আর করা হলো না তাদের। 

প্রথম ইনিংস শেষ হওয়ার পরই আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি চলায় আর খেলা সম্ভব হয়নি। ম্যাচটা চলে যায় বৃষ্টির পেটে। ফলে গেলবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফে ওঠার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায়। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পর তারাই তৃতীয় দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ে প্যাট কামিন্সের দল।

শুরুতে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটিং শুরুতেই ধাক্কা খায়। করুণ নায়ার ও ফাফ ডু প্লেসিকে দিয়ে নতুন ওপেনিং জুটি গড়ে দিল্লি, কিন্তু পরিকল্পনা কাজে দেয়নি। করুণ নায়ার প্রথম বলেই শিকার বনেন প্যাট কামিন্সের। ডু প্লেসিসও কামিন্সের পরের ওভারে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন। অভিষেক পোরেলকে সাজঘরে ফিরিয়ে দেন কামিন্স, গড়ে ফেলেন ইতিহাস। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো অধিনায়ক হিসেবে পাওয়ারপ্লেতে তিন উইকেট নেন তিনি। অক্ষর পাটেল স্লোয়ার বলে হার্শল প্যাটেলের শিকার হন। ফলে পাওয়ারপ্লে শেষে দিল্লির রান দাঁড়ায় ২৬/৪। 

সে ধাক্কাটা আর তারা সামলে উঠতে পারেনি। মিডল ওভারে দিল্লি রান বাড়াতে পারেনি। সপ্তম ওভারের প্রথম বলেই লোকেশ রাহুল আউট হন জয়দেব উনাদকতের বলে। দশ ওভারে দিল্লির স্কোর দাঁড়ায় মাত্র ৪৭। 

ডেথ ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার আশুতোষ ও স্টাবস কিছুটা লড়াইয়ের রসদ জোগান। কামিন্স ১৬তম ওভারে দুর্দান্ত বোলিং করেন, ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ১৯ রান দেন। এরপর আশুতোষ হার্শল প্যাটেলকে টানা দুটি চার মারেন, আর স্টাবস ঈশান মালিঙ্গার ওভারে দুটি চার মেরে ৩৫ বলে অর্ধশত রানের জুটি পূর্ণ করেন। আশুতোষ এক ছক্কা মারলেও শেষ ওভারে মালিঙ্গার বলে তিনি আউট হয়ে যান। শেষ পর্যন্ত দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৩৩/৭।

এরপরই নামে বৃষ্টি। এক ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি চলায় মাঠ খেলার উপযোগী করা যায়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করে কিছুটা স্বস্তিতে দিল্লি, কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ বিদায় নেয় এবারের আইপিএল থেকে।

সানরাইজার্স হায়দরাবাদ

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম