Logo
Logo
×

খেলা

বাকি ১৫ ম্যাচ, আইপিএলে ৭ দলের ৪ জায়গার লড়াই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৩:১০ পিএম

বাকি ১৫ ম্যাচ, আইপিএলে ৭ দলের ৪ জায়গার লড়াই

আইপিএল ২০২৫-এর লিগ পর্বে আর মাত্র ১৫টি ম্যাচ বাকি। এখন পর্যন্ত কোনো দল প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। তবে সাতটি দল এখনও দৌড়ে আছে। কার কী অবস্থা, দেখে নেওয়া যাক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে আরসিবি। বাকি আছে তিনটি ম্যাচ—লক্ষ্ণৌ, হায়দরাবাদ ও কলকাতার বিপক্ষে। হায়দরাবাদ-দিল্লির ম্যাচটি ভেসে যাওয়ায় আরসিবির প্লে-অফ নিশ্চিত হতে আর মাত্র এক জয় লাগবে। কারণ, সমান পয়েন্ট হলেও জয়ের সংখ্যা আগে দেখা হবে। শেষ চার ১৬ পয়েন্টেই নিশ্চিত হয়ে যেতে পারে, তবে এক নম্বরে থাকতে হলে দরকার ১৮ বা ২০ পয়েন্ট।

পাঞ্জাব কিংস
পাঞ্জাবের ঝুলিতে আছে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট। বাকি আছে দিল্লি, মুম্বাই ও রাজস্থানের বিপক্ষে ম্যাচ। পাঞ্জাব শেষ চারে যেতে হলে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে। তবে তিনটি ম্যাচই জিতলে শীর্ষ দুইয়ে থাকাও সম্ভব। কিন্তু, একটাও হারলে অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

মুম্বাই ইন্ডিয়ান্স
১১ ম্যাচে ১৪ পয়েন্ট আর টুর্নামেন্টের সেরা নেট রান রেট (১.২৭৪); মুম্বাইয়ের নামের পাশে এখন পর্যন্ত আছে এই অর্জন। বাকি ম্যাচগুলো তারা খেলবে গুজরাট, পাঞ্জাব ও দিল্লির বিপক্ষে। এখন পর্যন্ত টানা ছয় ম্যাচ জিতেছে রোহিতের দল। আরও দুটো জয় মানেই নিশ্চিত প্লে-অফ। তিনটি জয় পেলে শীর্ষ দুই নিশ্চিত। ১৬ পয়েন্ট পেলেও অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

গুজরাট টাইটান্স
১০ ম্যাচ গুজরাটের অর্জন ১৪ পয়েন্ট, নেট রান রেটটাও বেশ চমৎকার, ০.৮৬৭। চারটি ম্যাচ বাকি: মুম্বাই, দিল্লি, লক্ষ্ণৌ ও চেন্নাইয়ের সঙ্গে। শীর্ষ দুই নিশ্চিত করতে হলে একটিতেও হারলে চলবে না। তবে দুটো ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত। শেষ দুটি ম্যাচ নিজেদের মাঠে, যেখানে তারা এ মৌসুমে ৫ ম্যাচে ৪টিতে জিতেছে।

দিল্লি ক্যাপিটালস
১১ ম্যাচে ১৩ পয়েন্ট দিল্লির। বাকি তিনটি ম্যাচ পাঞ্জাব, গুজরাট ও মুম্বাইয়ের বিপক্ষে। সবকটি জিততে পারলে সুযোগ তৈরি হবে, তবে তখনও হয়তো অন্যান্য ফলাফলের ওপর নির্ভর করতে হবে। সমস্যা হলো, শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় তাদের।

কলকাতা নাইট রাইডার্স
১১ ম্যাচে কলকাতার পয়েন্ট ১১। বাকি আছে চেন্নাই, হায়দরাবাদ ও আরসিবির বিপক্ষে ম্যাচ। ১৫ পয়েন্ট পেলেও নির্ভর করতে হবে অন্য দলের ফলাফলের ওপর। তাই ১৭ পয়েন্ট পেলে তবেই জোরালো সম্ভাবনা থাকবে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
১১ ম্যাচ শেষে লক্ষ্ণৌয়ের ১০ পয়েন্ট ও নেট রান রেট খুবই খারাপ (-০.৪৬৯)। পরবর্তী তিনটি ম্যাচ পাঞ্জাব, আরসিবি ও গুজরাটের সঙ্গে। সবগুলো জিততে না পারলে প্লে-অফের আশা শেষ। আরেকটি হার মানেই বিদায়।

আইপিএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম