Logo
Logo
×

খেলা

প্রথমবার পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৭:৪৪ পিএম

প্রথমবার পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো

পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো জুনিয়রের। পর্তুগাল, যুক্তরাষ্ট্র, স্পেন, ইংল্যান্ড এবং কেপ ভার্দের মধ্যে কোনটিকে চূড়ান্ত বেছে নেবেন তিনি–তা নিয়ে বেশ কৌতূহল ছিল ফুটবলপ্রেমীদের। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ১৪ বছর বয়সি ক্রিস্টিয়ানো জুনিয়র। বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের হয়েই আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চলেছেন তিনি।

প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পড়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। চলতি ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্ট। সেখানে পর্তুগালের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করবেন ক্রিস্টিয়ানো জুনিয়র।

আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দল খেলবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিপক্ষে।

ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো জুনিয়র বর্তমান বাবার ক্লাব সৌদি আরবের আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিলেন।

সাম্প্রতিক সময়ে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। গোলের পর বাবার মতো ‘সিউ’ উদযাপন করে নজর কেড়েছিলেন এই খুদে ফুটবলার।

আল নাসরের বয়সভিত্তিক দলে ভালো পারফরম্যান্সর সুবাদেই পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। বয়সভিত্তিক দলের পথ বেয়ে একসময় বাবার মতোই পর্তুগালের জাতীয় দলে নিয়মিত হবে তিনি, এমনটাই আশা রোনালদো-ভক্তদের।

ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো জুনিয়র পর্তুগাল ফুটবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম