Logo
Logo
×

খেলা

জলসিঁড়িতে বাফুফের সভা, এজেন্ডায় ফুটসাল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১০:১৫ পিএম

জলসিঁড়িতে বাফুফের সভা, এজেন্ডায় ফুটসাল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভা হবে শুক্রবার জলসিঁড়িতে। ওইদিন ঢাকা মেট্রোপলিটন সিটি ইন্টার স্কুল (ইংরেজি মিডিয়াম) টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালের ভেন্যু জলসিঁড়িতে বাফুফের সভা ডাকা হয়েছে।

ঘরোয়া ফুটবল ও ফেডারেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও সভার আলোচ্যসূচিতে রয়েছে শুধু এএফসি এশিয়ান কাপ ফুটসাল কোয়ালিফায়ার্স প্রসঙ্গ। বাংলাদেশ এশিয়ান ফুটবলে ফুটসাল প্রতিযোগিতায় কখনো অংশ নেয়নি। ২০০৮ সালের পর বাফুফে ফুটসাল টুর্নামেন্ট আয়োজনও করেনি। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন।

ঢাকাসহ দেশের অনেক জেলায় ফুটসাল জনপ্রিয় হয়ে উঠছে। শুক্র ও শনিবার ছুটির দিনে শৌখিন ও ফুটবলপ্রিয় মানুষরা ছোট পরিসরের এই ফুটবলে মেতে ওঠেন। বাফুফেও ফুটসাল, বিচ ফুটবলের দিকে মনোযোগী হচ্ছে। আলোচ্যসূচিতে ফুটসাল থাকা তারই ইঙ্গিতবহ।

বাফুফে ফুটসাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম