Logo
Logo
×

খেলা

উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:২৫ এএম

উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল!

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তান বিমানবাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এতে তিনজন নিহত হয়েছে, দেশটির কয়েকটি বিমানবন্দর বন্ধ আছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্কুল-কলেজও বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশের এমন উত্তেজনার মাঝেও মহাসমারোহে চলছে আইপিএল।

এমন অবস্থায় বিশেষজ্ঞ মহল থেকে প্রশ্ন উঠেছে, আইপিএল কি চালিয়ে নেওয়া হবে? বিভিন্ন সূত্রে বরাতে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধাবস্থায় বিদেশি খেলোয়াড়েরা শঙ্কায় কাটাচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড তাকিয়ে আছে সরকারের দিকে। দেশটির একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল বলেছেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তারা।

আইপিএল কি বন্ধ করা হবে, এমন প্রশ্নে অরুন ধুমাল বলেছেন, ‘দেশই সবার আগে। সরকার যা যা সিদ্ধান্ত নেবে বিসিসিআই তার পাশে থাকবে। ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্তও সরকারি সিদ্ধান্ত অনুসারেই নেওয়া হবে।’

ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে নজর রাখছে বিসিসিআই। তবে এখনই আইপিএল বন্ধ হচ্ছে না, সেটি জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান, ‘পুরো পরিস্থিতির উপর নজর রাখছে আইপিএলের পরিচালন সমিতি। অনেক গুজব, অনেক কথাও শোনা যাচ্ছে। সেসব নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে যদি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, যদি দেশের জন্য কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমরা সেটার জন্য প্রস্তুত। দেশ এবং সরকারের পাশে সবসময় আছি।’

১০ দলের আইপিএল এখন শেষের পথে। প্লে অফ নিশ্চিতের খুব কাছে গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্চাব কিংস। লড়াই থেকে ছিটকে গেছে সানরাইজার্স হায়দ্রবাদ, রাজস্থান রয়ালয়স ও চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বে এখনও প্রায় প্রতিটি দলের বাকি কমপক্ষে ৭টি করে ম্যাচ। কোয়ালিফায়ার ও এলিমেনটের ম্যাচ শেষে ২৫ মে বসবে শিরোপা নির্ধারণী ম্যাচ। আজ কলকাতায় চেন্নাইয়ের মুখোমুখি হবে কলকাতা। তবে দুই প্রতিবেশি দেশের যুদ্ধাবস্থার প্রভাব কতটা পড়ে, তা এখন দেখার।

ভারত পাকিস্তান বিসিসিআই আইপিএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম