নুরুল হাসান সোহান,হান্নান সরকার, মাইদুল ইসলাম অঙ্কন (বাঁ থেকে) ছবি: সংগৃহীত।
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচ সিরিজের আজ দ্বিতীয় ম্যাচের খেলা শুরু হয়েছে। টসভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ব্যাটিংয়ে নেমে বুধবার শুরুর দিকেই ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
তবে ভিত গড়ে দিয়েছিলেন দুই টপ অর্ডার ব্যাটার। সেই ভিতে দাঁড়িয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কন। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। বাংলাদেশ ‘এ’ দল পেয়েছে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের পুঁজি।
অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে মন ভরেছে সাবেক জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকারের। জাতীয় দলের সাবেক এ ওপেনার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন— অঙ্কন আর সোহানের কাছে প্রত্যাশা যেমন, ঠিক তেমন ক্রিকেটটাই খেলে যাচ্ছে দুজনই।
তিনি আরও লিখেছেন, দুজনের ব্যাটেই সেঞ্চুরি দেখে খুবই ভালো লাগছে। জাতীয় দলের হয়েও যখন সুযোগ আসবে, ওরা যেন এমন সেরা ক্রিকেটটাই দেশের মানুষকে উপহার দিতে পারে— এটাই কামনা।
হান্নান সরকার বলেন, মনেপ্রাণে চাইব— বাংলাদেশের হয়ে দুজনই যেন লম্বা সময় খেলতে পারে। সিনিয়রদের অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে যেই ঘাটতিটা দেখা দিতে পারে, সুযোগ পেলে ওরা যাতে সেই ঘাটতিটা পূরণ করতে পারে।
