রোহিত শর্মার টেস্ট অবসরে স্ত্রীর আবেগঘন প্রতিক্রিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:০৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। আসন্ন ইংল্যান্ড সফরের আগেই তিনি দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত লেখেন, ‘দেশের হয়ে টেস্ট খেলাটা ছিল গর্বের, সমর্থনের জন্য ধন্যবাদ।’
রোহিতের হঠাৎ এই সিদ্ধান্তে চমক হিসেবেই এসেছে। বিস্ময় সামলে শুভেচ্ছা বার্তায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। স্ত্রী রীতিকা সাজদেহও আবেগ ধরে রাখতে পারেননি। তিনি রোহিতের ইনস্টাগ্রাম স্টোরি আবার শেয়ার করে তাতে একটি হৃদয়ভাঙা এবং স্যালুট ইমোজি দেন।
ভারতের হয়ে রোহিত ৬৭টি টেস্ট খেলেছেন। তিনি ১২টি শতক ও ১৮টি অর্ধশতক করেছেন। সবগুলো শতকেই ভারত জয় পেয়েছে। মোট রান করেছেন ৪৩০১, গড় ৪০.৫৭। ওপেনার হিসেবে করেছেন ২৬৯৭ রান, গড় ৪২.৮০, শতক ৯টি এবং অর্ধশতক ৮টি।
২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রোহিতের। প্রথম দুটি ম্যাচেই সেঞ্চুরি করেন। তবে এরপর লম্বা সময় তিনি নিয়মিত হননি টেস্টে।
২০১৯ সালে আবারও দলে ফিরলে ওপেনার হিসেবে নতুন করে জ্বলে ওঠেন। প্রথম ম্যাচেই দুটি সেঞ্চুরি এবং দ্বিতীয় টেস্টে ২১২ রানের ইনিংস খেলে জানান দেন নিজের সামর্থ্যের। এটি তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর।
অধিনায়ক হিসেবে রোহিত ২৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন ১২টি, হেরেছেন ৯টি এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। দক্ষিণ আফ্রিকায় সিরিজ ড্র করা ভারতীয় অধিনায়কদের মধ্যে তিনি দ্বিতীয়, প্রথম ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
