Logo
Logo
×

খেলা

রাতেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ-নাহিদসহ ৪০ বিদেশি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:৪০ পিএম

রাতেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ-নাহিদসহ ৪০ বিদেশি

সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতেই পাকিস্তান ত্যাগ করবেন পাকিস্তান সুপার লিগে (পিসিবি) খেলতে যাওয়া তারকা ক্রিকেটাররা। 

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পিএসএল মাঝ পথেই আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। যে কারণে পিএসএলের বাকি ম্যাচগুলো হবে আমিরাতে। সেজন্য নিরাপত্তার স্বার্থে পিএসএলে সুযোগ পাওয়া সব ক্রিকেটারকে আরব আমিরাত সরিয়ে নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার রাতের মধ্যেই পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নাহিদ রানা, রিশাদ হোসেনসহ টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার। 

গত মাসে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে রিশাদ হোসেন আর পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তান সফরে যান নাহিদ রানা। এরই মধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। টুর্নামেন্টে অভিষেকের অপেক্ষায় নাহিদ।

দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে নাহিদের সেই অপেক্ষা আরও বেড়ে গেছে। উল্টো প্রবলভাবে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলার পর প্রাথমিকভাবে পিএসএলের একটি ম্যাচ স্থগিত করা হয়।

ড্রোন হামলার পরপরই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন পিএসএলের বিদেশি ক্রিকেটাররা। পরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

তবে পুনরায় খেলা শুরুর দিনক্ষণ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

শুক্রবার বিসিবির সরবরাহকৃত এক ভিডিও বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানান, ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করছে পিসিবি।

নাহিদ-রিশাদের পাশাপাশি পিএসএল কাভার করতে এখন পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিক। তাদের নিরাপত্তার কথাও মাথায় রেখেছে বিসিবি।

পিএসএল রিশাদ নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম